Uttam Paul
#উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার করনদিঘি এবং ইটাহারে বাজ পড়ে মৃত দুই জন। অসুস্থ আরও দুই জন। অসুস্থ ব্যক্তিদের রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ইটাহার থানার সাধাপুরে প্রবল বৃষ্টির সময় একই পরিবারে তিনজন বৃষ্টিতে আটকে পড়েন। সেই সময় বাজ পড়ে তিনজন গুরুতর জখম হয়েছেন। অসুস্থ অবস্থায় তাঁদের রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার সময় দীপক বর্মন নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়। অসুস্থদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ঘটনাটি ঘটে করনদিঘি থানার মোহনপুর গ্রামে। সেখানে রাজেশ পাশমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।