Sevak Debsharma
#মালদহ: পুরনো বিবাদের জেরে দুই দলের সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত মালদহের ইংরেজবাজারের মহদীপুর এলাকা । ঘটনায় জখম এক স্কুলছাত্রসহ তিনজন । রাতভর বোমাবাজির পর সকাল থেকে নতুন করে সংঘর্ষ বাঁধে দুই দলের মধ্যে। প্রকাশ্য রাস্তায় দিনের আলোতে চলে বোমাবাজি। ধারালো অস্ত্র নিয়ে এলাকা দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। আহতদের ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা স্বাধীন ঘোষের সঙ্গে শ্যাম ঘোষ ও শ্যামল ঘোষের গত দুর্গাপূজার সময় বিবাদ হয়। ওই ঘটনায় স্বাধীন ঘোষকে গ্রেপ্তার করে ইংরেজবাজার পুলিশ। পরে জামিনে মুক্ত হয় স্বাধীন ঘোষ। পুরনো ওই বিবাদের জেরে গতকাল রাতে ফের গোলমাল বাঁধে । এদিন সকালেও শুরু হয় দফায় দফায় বোমাবাজি । গোলমালের মাঝে পড়ে জখম হয় সুমন ঘোষ নামে এক স্কুল পড়ুয়া। মহদীপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া সুমনকে ভর্তি করা হয় মালদহ মেডিকেলে । ঘটনায় আহত উত্তম ঘোষ ও মুকুল ঘোষকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে । পুলিশ জানিয়েছে, এলাকায় দুর্গাপুজোর দায়িত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে পুরনো বিবাদ হয় । গতকাল রাতে পুরনো বিবাদ নিয়ে সরব হয় স্বাধীন ঘোষের দলবল। পরে পাল্টা প্রতিরোধ গড়ে অন্যপক্ষ। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে শক্তি প্রদর্শন। গোলমালের খবর পেয়ে সকালে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয় । পুলিশ পৌঁছানোর পর গোলমাল থামলেও এলাকার পরিস্থিতি থমথমে।