হোম /খবর /উত্তরবঙ্গ /
সর্ষের মধ্যেই ভূত! স্কুলে বিলির আগেই গায়েব ২ লাখ সরকারি বই

সর্ষের মধ্যেই ভূত! স্কুলে বিলির আগেই গায়েব ২ লাখ সরকারি বই

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

  • Share this:

#উত্তর দিনাজপুর: স্কুলে বিলির আগেই উধাও দু লক্ষ সরকারি বই। উত্তর দিনাজপুর জেলার এসআই দফতরের গুদাম থেকে উধাও দু লক্ষ সরকারি বই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুদামের দায়িত্বে থাকা ভীম মণ্ডল নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে শুক্রবার ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল পরিদর্শক শুভঙ্কর নন্দী।

অভিযোগের ভিত্তিতে অস্থায়ী কর্মী ভীম মণ্ডলকে গ্রেফতার করে শনিবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানার পুলিশ। ধৃত ভীম মণ্ডলের দাবি, এই ঘটনায় এসআই জড়িত রয়েছেন এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।

জানা গিয়েছে, স্কুলে বিলি করার জন্য প্রায় ২ লক্ষ ১২ হাজার বই এসেছিল অবর বিদ্যালয় পরিদর্শক দফতরে। বইগুলি আগামী ২ জানুয়ারি থেকে স্কুলে স্কুলে বিলি করার কথা ছিল।

আরও পড়ুন, বারবার চেকিং, কড়া নজর! উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশের সময় পিছোচ্ছে

সরকারি নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার গুদাম খুলতেই চক্ষু চড়কগাছ এসআইয়ের। তিনি দেখতে পান প্রায় ১২ হাজার বই বাদ দিয়ে বাকি বইগুলি উধাও হয়ে গিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন তিনি। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে শুক্রবার ভীম মণ্ডলের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসআই শুভঙ্কর নন্দী।

আরও পড়ুন, অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ

অভিযোগের ভিত্তিতে ভীম মণ্ডলকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। শনিবার ধৃত ভীম মণ্ডলকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

চঞ্চল মোদক

Published by:Suvam Mukherjee
First published: