#মালদহ: মালদহে পুলিশ ও সিআইডির অভিযানে ধরা পড়ল সাপের বিষ পাচার চক্র। উদ্ধার হয়েছে প্রায় ৬০০ গ্রাম সাপের বিষ। য়ার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় হাজির হয় সিআইডি ও পুলিশের বিশেষ দল। একটি দামি গাড়িতে সাপের বিষ পাচারের সময় সন্দেহজনক গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময়ে একটি কাচের জারে উদ্ধার হয় সাপের বিষ।
ধৃত দু' জনেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। বাংলাদেশ থেকে গঙ্গারামপুর হয়ে ওই সাপের বিষ পাচারের উদ্দেশ্যে মালদহে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সকালে আগাম খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে চক্র ধরতে ফাঁদ পাতে সিআইডি। শেষ মুহূর্তে গাজলের পরিবর্তে রুট বদল করে পাকুয়া হয়ে সরে পড়ার চেষ্টা করে পাচারকারীরা। কিন্তু তৎপর সিআইডি- র আধিকারিকদের নজর এড়িয়ে পালাতে পারেনি দুই অভিযুক্ত।
এর পর গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সুদৃশ্য কাচের জারের মধ্যে রাখা সাপের বিষ উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, বিষাক্ত কোবরা জাতীয় সাপ থেকে ল্যাবরেটরিতে এই বিষ সংগ্রহ করা হয়। মূলত ওষুধ তৈরির কাজে এর ব্যবহার করা হয়। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পেয়েছেন তদন্তকারীরা। এর পিছনে আন্তর্জাতিক চক্র রয়েছে বলে অনুমান পুলিশ ও গোয়েন্দাদের। ধৃতদের শনিবার মালদহ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেবে তদন্তকারীরা।
Published by:Debamoy Ghosh
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।