#আলিপুরদুয়ার: হাসপাতাল থেকে ফিরিয়ে এনে ওঝার ঝাড়ফুঁক। ঘটনায় মৃত আদিবাসি ব্যক্তি। আলিপুরদুয়ার শহর লাগোয়া বঞ্চুকামারি এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম বুধু ওরাও(৫৫)। মঙ্গলবার সন্ধায় দু’জন ওঝা মিলে বাড়ির উঠোনে ঝাড়ফুঁক করেন বুধু ওরাওকে। মুরগি বলি দেওয়া হয়।
কিন্তু সন্ধার পরই বুধু ওরাওয়ের মৃত্যু হয়। ঘটনায় দুই ওঝাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে বুকের ব্যথায় ভুগছিলেন তিনি।
আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার চিকিৎসা চলে। সম্প্রতি সেখান থেকে ফিরিয়ে আনা হয় বুধুকে। মঙ্গলবার সন্ধায় ওঝার ঝাড়ফুঁকের জেরে তার মৃত্যু হয়। আলিপুরদুয়ারের পুলিশ সুপার জানিয়েছেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’ জানা গিয়েছে, রাতেই থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনায় আদিবাসি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Superstition