#মালদহ: আদিবাসী দম্পতির রহস্যমৃত্যু মালদহে। পুরাতন মালদহের সাহাপুর পঞ্চায়েতের মোরগ্রাম নমপাড়া এলাকার ঘটনা। তদন্তে মালদহ থানার পুলিশ। তিনশো মিটার ব্যবধানে উদ্ধার স্বামী ও স্ত্রীর দেহ। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর, গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্বামী, প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের। পারিবারিক বিবাদের জেরেই খুন নাকি এর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ।ওই দম্পতির তিনটি কন্যাসন্তান রয়েছে৷
মৃত দম্পতির নাম পল্টন কিস্কু(৪০) ও মানি সোরেন(৩৫)৷ দম্পতির মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । স্বামী ও স্ত্রীর মধ্যে পুরোন কোনও বিবাদ ছিল কিনা তা জানাতে পারেননি প্রতিবেশীরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন মালদহ থানার আইসি। অবিলম্বে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন এলাকার মানুষজন।
এ দিন প্রথমে এলাকার একটি ক্যানেলের ধার থেকে মেলে স্ত্রীর দেহ। কাছাকাছি এলাকায় একটি কুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামীকে। স্বামী পল্টন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বছর দশেক আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ৯ বছর, ৬ বছর ও ২ বছরের তিনটি কন্যাসন্তান রয়েছে। বাবা -মায়ের জোড়া মৃত্যুতে তাদের ভবিষ্যৎ নিয়েও চরম অনিশ্চয়তা তৈরি হল। তিন কন্যাসন্তানই বয়সে এতটা ছোট, নিজেরা যে অভিভাবকহীন হয়ে পড়ল সেটাও ঠিক মতো বুঝতে পুারছে না তারা৷
Sebak Deb Sarma