#রায়গঞ্জ: করোনা ভাইরাসের বিরুদ্ধে ঘরে বসে যুদ্ধ ঘোষনা করছে রায়গঞ্জের বৃহন্নলা সমাজ। সরকারি ঘোষণাকে মান্যতা দিয়ে প্রত্যককে ঘরে থাকার আবেদন জানালেন রায়গঞ্জের। সরকার এই যুদ্ধে তাঁদের সামিল করাতে চাইলে তাঁরা যুদ্ধে অংশ গ্রহন করতেও প্রস্তুত বলে জানালেন।
বৃহন্নলারা প্রতিদিন এবাড়ি-ওবাড়ি ঘুরে রোজগার করেন। সেই আয় থেকেই তাঁদের সংসার চলে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সরকার লকডাউন ঘোষনা করেছে। সারা দেশেই এই লকডাউন চলছে। লকডাউন ঘোষণা থেকেই তাঁরা কেউ ঘর ছেড়ে বের হচ্ছেন না। রায়গঞ্জ কাশিবাটি এলাকায় বৃহন্নলাদের বাড়িতে গিয়ে দেখা যায় ঢোল বাজিয়ে, গান গেয়ে তাঁরা আনন্দের মধ্যে থাকতে চাইছেন। গান শেষ হতেই কেউ রান্নার সব্জি কাটতে লেগে পড়ছেন, কেউ আবার মোবাইলে লুডো খেলায় ব্যস্ত। বাড়ির বাইরে না বের হলেও যাতে মন খারাপ না হয়, তাই বৃহন্নলা সমাজের বড় মা সুনম দেবী প্রত্যেককেই বিভিন্ন কাজে যুক্ত রাখছেন। চরম আর্থিক অনটনের মুখে দাঁড়িয়েও সরকারি নির্দেশকে তাঁরা পুরোপুরি পালন করতে চাইছেন। শুধু নিজেরাই নন, দেশবাসীকেও আবেদন করছেন বাড়িতে থাকতে, সুস্থ থাকতে। এই লড়াইয়ে সরকার তাঁদের যুক্ত করলে, সেই যুদ্ধে উত্তরবঙ্গের সমস্ত বৃহন্নলারা যেতে প্রস্তুত বলে জানিয়েছেন সুনম দেবী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Transgender coronavirus