#শিলিগুড়ি: শিলিগুড়িতে র্যাম্প মাতালেন রূপান্তরকামীরা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আটাশ জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। এখানে প্রথম হওয়া তিনজন অংশ নেবেন ডিসেম্বরে হওয়া দার্জিলিং কার্নিভালে।
দেশের সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে। ওরাও মিশে যাচ্ছে সমাজের মূলস্রোতে। শিলিগুড়িতে রূপান্তরকামীদের নিয়ে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানেই র্যাম্প মাতালেন রাজা, যোশেফরা।
আরও পড়ুন - ট্রেনের সিটে বসেই ঢোল বাজিয়ে ‘আভি তো পার্টি শুরু হুয়ি হ্যায়’ গান শুরু খুদের, ভাইরাল হল ভিডিও
উত্তরবঙ্গের নানান জায়গা থেকে র্যাম্প মাতাতে হাজির হয়েছিলেন আটাশ জন প্রতিযোগী।এর আগে দুহাজার এগারো সালেও রূপান্তরকামীদের ফ্যাশন শো হয়েছিল শিলিগুড়িতে। এবারও এই ধরনের মঞ্চ পাওয়ায় খুশি ওরা।
আরও দেখুন