#ময়নাগুড়ি: একটি বগির ঘাড়ে উঠে পড়েছে আর একটি বগি৷ ভিতরে কতজন যাত্রী কী অবস্থায় আটকে রয়েছেন, দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলি না সরালে তা বোঝা সম্ভব নয় (Train Accident in North Bengal)৷ বিকানের এক্সপ্রেস যেখানে লাইনচ্যুত হয়েছে, সেই দুর্ঘটনাস্থলই উদ্ধারকাজে অন্যতম বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রশাসনিক কর্তাদের (Bikaner Express Accident)৷
কারণ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে রেল লাইন থেকে রাস্তা বেশ কিছুটা দূরে৷ তার উপরে লাইন এবং রাস্তার মাঝে রয়েছে একটি নালা৷ রাস্তায় পৌঁছনোর পর সেখান থেকে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের দূরত্ব প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার৷ বেশ কয়েকজন আহতকে ময়নাগুড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে৷ দুর্ঘটনাস্থলে রেলের তরফে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে৷
আরও পড়ুন: বগির উপর বগি, কান্নার রোল, ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিউড়ে ওঠা সব ছবি...
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে আসে স্থানীয় পুুলিশ এবং প্রশাসনের প্রতিনিধিরা৷ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে যাবতীয় ব্যবস্থা করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাস্থলে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল৷
আহতদের চিকিৎসার জন্য মূল ভরসা হতে চলেছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল৷ সেই হাসপাতালকেও তৈরি রাখা হচ্ছে৷ পাশাপাশি ময়নাগুড়ি হাসপাতালেও পাঠানো হচ্ছে অতিরিক্ত চিকিৎসক এবং নার্স৷ তৈরি রাখা হচ্ছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে৷ পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমকেও তৈরি থাকতে বলা হয়েছে৷ জেলার বিভিন্ন ব্লক থেকে চিকিৎসক এবং নার্সদের জরুরি ভিত্তিতে জেলা হাসাপাতালে নিয়ে আসা হচ্ছে৷
আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকের মাঝেই এল খবর, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় জরুরি নির্দেশ মমতার
পাশাপাশি দুর্ঘটনাস্থলে মোট ৫১টি অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে৷ এর পাশাপাশি প্রয়োজনে প্রয়োজনে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সদের দল আনা হবে জলপাইগুড়িতে৷ জলপাইগুড়ি জেলা হাসপাতালে কন্ট্রোল রুমও খোলা হচ্ছে৷ এ ছাড়াও পোর্টেবল এক্স রে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন আনা হচ্ছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে৷
ইতিমধ্যেই আইজি এবং জলপাইগুড়ির উত্তরবঙ্গকে দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি উদ্ধারকাজে তদারকির জন্য কলকাতা থেকে আরও দু' জন উচ্চপদস্থ আধিকারিককে দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে৷ জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে দুর্ঘটনাস্থলে পাঠানো হচ্ছে৷ এ ছাড়াও কামরাগুলি কেটে যাত্রীদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় কাটিং মেশিনও পাঠাচ্ছে রাজ্য প্রশাসন৷
এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে প্রায় আড়াইশো জন আহতকে উদ্ধার করা হয়েছে বলে খবর৷ তবে আহতদের উদ্ধার করে মূল রাস্তা পর্যন্ত নিয়ে আসাই কঠিন চ্যালেঞ্জ৷ তার উপরে প্রত্যন্ত এলাকায় ঠান্ডা এবং কুয়াশার মধ্যে উদ্ধারকাজ চালানোও যথেষ্ট কঠিন হতে চলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rail Accident