দক্ষিণ দিনাজপুর: বেপরোয়া ড্রাইভিংয়ের জেরে রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে গেল ফাঁকা ট্রাক্টর। ঘটনার জেরে ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল ট্রাক্টর চালকের৷ অল্পের জন্য হাত থেকে রক্ষা পেল স্থানীয়রা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল এর হরিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ট্রাক্টর চালকের নাম প্রদীপ উরাও (৫৫)। তার বাড়ি বাদামাইল পন্ডিতপুর এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ ২২ মে পুরুলিয়ায় অভিষেকের নব জোয়ার যাত্রা, কী কৌশলে বাজিমাত? মিলল ইঙ্গিত
এ দিকে, দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। কীভাবে পথদুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident