হোম /খবর /জলপাইগুড়ি /
আসবাব থেকে শৌচালয় সহ গোটা কটেজই উল্টো! বাংলায় আর নেই এমন, চাইলেই থাকতে পারেন

Tourist Spot: আসবাব থেকে শৌচালয় সহ গোটা কটেজই উল্টো! বাংলায় আর নেই এমন, চাইলেই থাকতে পারেন

X
এ [object Object]

Tourist Spot: গোটা কটেজটাই উল্টো করে বসানো! অবাক এই ঘরে রাত কাটাতে ভিড় বাড়ছে পর্যটকদের।

  • Share this:

জলপাইগুড়ি: ডুয়ার্সকে আরও সুন্দর করে তুলতে, পর্যটকদের মন আকৃষ্ট করতে ক্রমশই নতুন রুপে সাজিয়ে তোলা হচ্ছে ডুয়ার্সকে। ডুয়ার্স পর্যটকদের কাছে এমনিতেই ভীষণ আকর্ষণীয় ও পছন্দের ভ্রমণস্থল।তার ওপর ডুয়ার্সের এমন নতুন আত্মপ্রকাশে ইতিমধ্যেই আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সব বয়সী মানুষের কাছে।জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় নতুনত্ব ভাবনায় বানানো হয়েছে উল্টো বাড়ি। যা দেখতে ভিড় জমিয়েছেন আট থেকে আশি প্রত্যেকেই।

গ্রাম্য রাস্তার দুপাশ জুড়ে রয়েছে চা বাগানের সারি। চা লাগানো ফরেস্ট লাগোয়া এই রিসর্ট উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় উল্টো বাড়ি নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। এই বাড়িতে রয়েছে একটি চারচাকা গাড়ি সেটিও উল্টো করে রাখা। বাড়ির ভেতরে ঢুকলে দেখা যাবে জানলা, দরজা, আসবাবপত্রসহ সবকটিই উল্টো।

আরও পড়ুন: পুরী ভালবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার

আর এতেই পর্যটকদের সেলফি নিতে ভিড় পড়ে যায় রোজই। দূর-দূরান্তের মানুষজন আসেন এই উল্টো বাড়ির টানে। এই ঘরের মধ্যে যেসব জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুই উল্টো এবং ঘরের সঙ্গে যে শৌচালয় রয়েছে সেটিও উল্টো করেই রাখা। পর্যটকদের মন জয় করার জন্যই এমিন অভিনব ভাবনা। এই পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। চারপাশে রয়েছে সুপারি বাগান আর চা বাগান তার মধ্যেই পর্যটন কেন্দ্র। এমন মন জুড়োনো পরিবেশে মন ভালো করতে কে না চায়?

আরও পড়ুন: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়

এখানে ঘুরতে আসা এক পর্যটক সংযুক্তা মালাকার বলেন, ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে দেয় মনকে। তার মধ্যে আর একটা বড় পাওনা এই উল্টো বাড়ি। উল্টো রাজার উল্টো বাড়ির কথা গানের মধ্যে শুনেছি, এবার সামনে দেখে নিলাম। খুব ভালো লাগলো এসে।এই পরিবেশ থেকে শুরু করে উল্টো ঘর৷ প্রতিটা জিনিসই মন জুড়োনো। যে কোনও পর্যটকদের কাছে একটা জনপ্রিয় জায়গা হয়ে দাঁড়াবে এই উল্টো ঘর। সেখানে কর্মরত এক কর্মী জানান, সব বয়সের মানুষই ভিড় জমাচ্ছে এখন এই পর্যটন কেন্দ্রে। শুধু তাই নয় এই কেন্দ্রটি এখন ডুয়ার্সের সেলফি জোন হয়ে দাঁড়িয়েছে। খুব ভাল লাগছে মানুষকে আনন্দ দিতে পেরে।

Published by:Suman Biswas
First published:

Tags: Jalpaiguri News, Tourism, Tourist, West Bengal news