হোম /খবর /উত্তরবঙ্গ /
'দুদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায়?' বহু মানুষের প্রশ্ন! সমাধান জেলা প্রশাসনের

'দুদিনের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায়?' বহু মানুষের প্রশ্ন! সমাধান করল জেলা প্রশাসন

X
পর্যটনের [object Object]

West Bengal tourism: পর্যটন বুকলেট তৈরি। দু-একদিনের জন্য কোথায় ঘুরতে যাবেন, এবার উত্তর পাবেন সহজে।

  • Share this:

মালদহ: পর্যটন বুকলেট তৈরি করল মালদহ জেলা প্রশাসন। এই বুকলেট এর মধ্যে জেলার সমস্ত দর্শনীয় স্থান ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির বিস্তারিত বিবরণ রয়েছে।

এমনকী জেলার আম, লিচু, রেশম শিল্পকেও এই বুকলেট -এর আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যটকরা মালদহে আসলে এই বুকলেট দেখেই খুব সহজে নিজেদের পছন্দমতো পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যেতে পারবেন।

পর্যটনের এই বুকলেট জেলার সমস্ত হোটেল, হোমস্টে ও সরকারি গেস্ট হাউসগুলিতে রাখা থাকবে। শুধু তাই নয়, মালদহ জেলার প্রতি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি করতে পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা জেলা প্রশাসনের।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি! কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া কলকাতার পাশের জেলায়

এই বিষয়ে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার হোটেল ব্যবসায়ী হোমস্টে মালিক সহ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করা হয়। এই বৈঠকে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের বিষয় উঠে আসে।

জেলা শাসক নীতিন সিংহানিয়া বলেন, জেলার পর্যটন নিয়ে বুকলেট তৈরি হচ্ছে। পাশাপাশি খেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলির পরিকাঠামোর উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে। হোটেল ব্যবসায়ী গাইড এদের নিয়ে বৈঠক করা হয়েছে।

মূলত মালদহের গৌড় আদিনা এই দুটি ঐতিহাসিক নিদর্শন ঘিরে জেলার মূল পর্যটন কেন্দ্র। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ছোট বড় নানান ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মন্দির এই সমস্ত নিদর্শনগুলি কেউ পর্যটন বুকলেটে ঠাঁই দেওয়া হয়েছে।

আরও পড়ুন- যেখানে বাঘের ভয়! সুন্দরবনের খাঁড়িতে ফের রয়্যাল বেঙ্গলের রক্তাক্ত হামলা, শোরগোল

জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে গাইড করা হয়েছে। আগামীতে তারা পর্যটকদের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন গুলি ঘুরে দেখাবেন। আদিনা ও গৌড়ে কিছু পরিকাঠামো গত সমস্যা রয়েছে। সেসব সমস্যা আগামীতে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে চলেছে জেলা প্রশাসন।

সব মিলিয়ে জেলা প্রশাসনের এমন উদ্যোক্তা সাধুবাদ জানাচ্ছেন জেলার হোটেল ব্যবসায়ীরা। জেলার পর্যটনের উন্নতি ঘটলে মুনাফা লাভ হবে হোটেল ব্যবসায়ীদের পাশাপাশি জেলার অর্থনীতিরও প্রসার ঘটবে।

মালদা জেলা হোটেল ব্যবসায়ী সমিতির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, জেলা প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে। এতে আমাদের আশা করি অনেকটাই ভালো হবে। এখন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

হরষিত সিংহ

Published by:Suman Majumder
First published:

Tags: Maldah, Tourism