#কলকাতা: আজ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, একাধিক কর্মসূচি নিয়ে তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। আজ বিকেলে শিলিগুড়ি পৌঁছে প্রথমেই জলপাইগুড়ির জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও, একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। করবেন প্রকল্পর শিলান্যাসও।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহার নিয়ে এই বৈঠক। দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মূলত, চা বাগানের সমস্যা মেটাতেই এই বৈঠক। আলাদা করে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM, Mamata Bandopadhyay, Meeting, Solve tea garden issues, Visits Northbengal