#ইসলামপুর: ইসলামপুর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের প্রার্থী তালিকা কবে প্রকাশ করবে সেই দিকে তাকিয়ে বসে থাকতে রাজি নন তৃণমূল কংগ্রেস কর্মীরা। দলীয় প্রতীক ঘাস ফুল এবং বাংলার মেয়ে দিদিকে চাই এই স্লোগান দিয়ে দেওয়াল লিখন শুরু করল তৃণমূল যুব কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল নিজের হাতে দেওয়াল লিখলেন। ইসলামপুর শহর যুব কংগ্রেস এই দেওয়াল লিখন শুরু করেছে। এবারের বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ বিজেপি। বিজেপির সর্বভারতীয় নেতারা ভিন রাজ্যের মানুষ। বাংলা ভাষা তাঁরা তেমন বুঝতে বা বলতে পারেন না। তৃণমূল কংগ্রেস এই 'বহিরাগত' নেতাদের হাতিয়ার করে নির্বাচনী প্রচারে নামতে চাইছে।
গত ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে বাংলার মেয়ে দিদিকে চাই এই স্লোগানের আত্মপ্রকাশ হয়েছে। এই স্লোগান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেওয়াল লিখন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। তারই অঙ্গ হিসেবে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল দলীয় কর্মীদের নিয়ে ময়দানে নেমে পড়লেন।
জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, দলের প্রার্থী কে হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ জানেন না। দলনেত্রী কবে প্রার্থী তালিকা প্রকাশ করবেন সেদিকে না তাকিয়ে থেকে তাই দলের প্রতীক চিহ্ন এবং স্লোগান বাংলার মেয়ে দিদিকে চাই এর মাধ্যমেই ভোটারদের কাছে পৌঁছতে চাইছে তারা। আর তাই এই স্লোগান ও চিহ্ন দিয়েই শুরু দেওয়াল লিখন।
তৃণমূল কংগ্রেসদের লক্ষ্য বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো। যাতে এরাজ্যে এমন কোনও দল ক্ষমতায় আসতে না পারে যারা বিভেদ তৈরি করতে চায়। কানাইয়াবাবু জানিয়েছেন, ইসলামপুর থেকে দেওয়া লেখল শুরু হল। দেওয়াল লিখন জেলার সর্বত্র চলবে এবার।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Islampur, Mamata Banerjee, TMC