#মালদহ: ইয়াসিন ফিরতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট মালদহের রতুয়াতে। খোদ তৃণমূলের জেলা সভাপতি ইয়াসিনের যোগদান মানতে নারাজ। অন্যদিকে, এদিনই কলকাতা থেকে মালদহে ফিরে তৃণমূলের পতাকা হাতে মিছিল করে রতুয়ায় ফিরলেন মালদহের বিতর্কিত নেতা শেখ ইয়াসিন। একই সঙ্গে মালদহে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব আরও প্রকট হল।
রাজনৈতিক ধোঁয়াশার মধ্যেই এদিন দুপুরে মালদহে ফিরলেন রতুয়ার বিতর্কিত নেতা শেখ ইয়াসিন। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্বের পদ পান। কিন্তু, গত বুধবার কলকাতায় মুকুল রায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরার ছবি প্রকাশ্যে আসে।
একইসঙ্গে তৃণমূলের পতাকা ধরেন ইয়াসিনের স্ত্রী মালদা জেলা পরিষদ সদস্য পায়েল খাতুন। বিজেপি ছাড়ার কথাও জানান ইয়াসিন। কিন্তু, তাঁর এই যোগদান নিয়েই জেলা রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। ইয়াসিনের দলে ফেরার দাবি মানতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব। এরই মধ্যে আজ কলকাতা থেকে মালদহে ফেরেন বিতর্কিত ওই নেতা।
তাঁকে স্বাগত জানাতে মালদহ টাউন স্টেশনে ভিড় করেন কয়েকশো মানুষ। উপস্থিত ছিলেন রতুয়া তৃণমূলের একঝাঁক নেতৃত্ব। একাধিক পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সহ তৃণমূলের নেতৃত্ব। তৃণমূলের পতাকা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মিছিল রওনা হয় রতুয়ার উদ্দেশ্যে।
শুধু তাই নয়, ইয়াসিনের সঙ্গে থাকা তৃণমূল নেতারা প্রকাশ্যেই মালদহ জেলা তৃণমূল সভাপতি ও জেলা চেয়ারম্যানকে আক্রমণ করেন। এদিকে দলের পতাকা নিয়ে মিছিল উচ্ছ্বাস দেখা গেলেও ইয়াসিনের যোগদানকে মান্যতা দিতে নারাজ তৃণমূল জেলা নেতৃত্ব।
আরও পড়ুন, খাবারে সেদ্ধ ভাত আর সবজি! ১২৬ বছরেও পুরো ফিট স্বামী শিবানন্দ
তৃণমূলের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী সাফ জানিয়েছেন, ইয়াসিন তৃণমূলের কেউ নন। মুকুল রায় তাঁকে পার্টিতে নেওয়ার কেউ নন। রাজ্য নেতৃত্ব ইয়াসিনকে দলে নেওয়া হয়েছে, এমন কোনও বিষয়ে জেলা নেতৃত্বকে জানায়নি।
আরও পড়ুন, 'সৌজন্যকে দুর্বলতা ভাববেন না,' চায়ের আমন্ত্রণ প্রসঙ্গে শুভেন্দুকে তোপ শান্তনুর
মালদহের রতুয়াই বেশ কিছুদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। স্থানীয় তৃণমূল বিধায়ক তথা জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় এবং তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের একঝাঁক বিক্ষুব্ধ নেতা। শনিবার তাঁদের বেশিরভাগ অংশকে দেখা গিয়েছে ইয়াসিনের সঙ্গে। ফলে পঞ্চায়েত ভোটের আগে ইয়াসিনকে ঘিরে রতুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও চরম আকার নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।