corona virus btn
corona virus btn
Loading

ভোটের মুখে ফের তৃণমূল নেতা খুন, এ বার দক্ষিণ দিনাজপুরে

ভোটের মুখে ফের তৃণমূল নেতা খুন, এ বার দক্ষিণ দিনাজপুরে
photo source collected

কুশমণ্ডির মালিগাঁওয়ে ওই তৃণমূলনেতা নিখোঁজ ছিলেন৷ শনিবার তাঁর দেহ উদ্ধার হয় ক্ষতবিক্ষত অবস্থায়৷ ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাচে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

  • Share this:

#কুশমণ্ডি: লোকসভা ভোটের মুখে ফের তৃণমূল নেতা খুন৷ এ বার অকুস্থল দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির মালিগাঁও৷ নিহত তৃণমূল নেতার নাম হরিহর দাস৷ মৃতদেহের পাশে একটি বাঁশ উদ্ধার হয়েছে৷ ওই বাঁশ দিয়েই পিটিয়ে খুন বলে অনুমান পুলিশের৷

কুশমণ্ডির মালিগাঁওয়ে ওই তৃণমূলনেতা নিখোঁজ ছিলেন৷ শনিবার তাঁর দেহ উদ্ধার হয় ক্ষতবিক্ষত অবস্থায়৷ ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাচে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

দিন কয়েক আগেই ডোমকলে খুন হন এক তৃণমূল নেতা। দলীয় মিটিং সেরে বাড়ি ফেরার পথে খুন হন ডোমকলের তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আলতাফ শেখ। বাইকে করে গড়াইমারি পঞ্চায়েতের উপপ্রধান সাবির শেখকে নিয়ে বাড়ি ফেরার পথে কুচিয়ামারা গ্রামে আক্রান্ত হন আলতাফ।

জানা যায়, চার-পাঁচজন দুষ্কৃতি একটি ভ্যানে করে এসে তাঁদের পথ আটকায়। অভিযোগ, মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আলতাফ ও সাবিরকে। সাবির কোনওরকমে পালাতে পারলেও, ঘটনাস্থলেই মৃত্যু হয় আলতাফের। ডোমকল মহকুমা হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সাবিরের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যালে। ঘটনায় কংগ্রেস ও সিপিএম জড়িত বলে দাবি ডোমকলের পুরপ্রধান সৌমিক হোসেনের।

আরও ভিডিও: কান্দিতে তৃণমূল নেতা খুনে ধৃত সিভিক ভলানটিয়ার

First published: March 23, 2019, 7:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर