#শিলিগুড়ি: নির্বাচনী প্রচারে গিয়ে নির্দলদের হুমকি দেওয়ার অভিযোগে দেবাশীষ প্রামাণিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনী প্রচারে আর অংশ নিতে পারবেন না জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক। আজ ফাঁসিদেওয়ায় একথা জানান দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী। তিনি বলেন, রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। তারা যা সিদ্ধান্ত নেবে, তা কার্যকর হবে। এর পরও যদি উনি প্রচারে যান, তা হলে তা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। দল এর দায়ভার নেবে না।
আরও পড়ুন: চলতে-চলতেই হঠাৎ বিয়েবাড়ির বাসে দাউদাউ আগুন, চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কাঁথিজুড়েপ্রসঙ্গত মহকুমা পরিষদের নির্বাচনে দেবাশীষ ছিলেন ফাঁসিদেওয়ার তৃণমূলের অবজার্ভারের দায়িত্বে। এর আগে দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ তাঁর বক্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। দল যে ওই ধরনের হুমকি সমর্থন করে না, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন। আজ তা আরও পরিষ্কার করলেন দলের চেয়ারম্যান। গতকালও তাঁকে নির্বাচনী কাজে দেখা গিয়েছিল ফাঁসিদেওয়ায়। কংগ্রেস ও নির্দল শিবির ভেঙে প্রায় ২০০ পরিবার যোগ দেয় তৃণমূলে। যোগদানের কর্মসূচিতে দেখা যায় দেবাশীষ প্রামাণিককে। তার পরই আজ ফুলবাড়ি চা বাগানে এক নির্বাচনী সভায় যোগ দিয়ে অলোক চক্রবর্তী দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
আরও পড়ুন: গভীর রাতে গাড়ি আটকে মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে! নৃশংস ঘটনার শিকার মহিলারাওগত সোমবার রাতে ফাঁসিদেওয়ার চটহাটে এক কর্মীসভায় যোগ দিয়ে আগাগোড়া তাঁর বক্তব্যে নির্দলদের শাসিয়ে আসেন দেবাশীষ। পুলিশ, প্রশাসনের আধিকারীকেরা তাদের বলেও হুঁশিয়ারি দেন। নির্দলদের প্রচারে বাধা দিতে হবে, ওদের সব পতাকা, পোস্টার ছিঁড়ে ফেলারও নিদান দিয়েছিলেন। দলের কেউ নির্দলদের প্রচারে সহযোগিতা করলে আধ ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছিলেন। এ নিয়ে বিরোধীরা সরব হয়ে ওঠে। নির্বাচন কমিশনের কাছেও নালিশ জানান নির্দল প্রার্থী আখতার আলি। ফাঁসিদেওয়া ছাড়াও মাটিগাড়া, খড়িবাড়ি, নকশালবাড়ির প্রচারেও তৃণমূল নেতার হুমকি ভাষণের অডিও ক্লিপ শোনাতে থাকেন বিরোধীরা। প্রচারে যেন দেবাশীষের হুমকিই হাতিয়ার হয়ে উঠেছে বিরোধীদের কাছে।
Partha Sarkarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri