কোচবিহার: কোচবিহারের তিন বিধায়ক-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চলছেন। খুব শীঘ্রই তাঁরা তৃনমূলে যোগ দেবেন। মঙ্গলবার এমনটাই দাবি তৃনমূলের রাজ্য-সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের।
এ দিন তিনি আরও বলেন, যাঁরা মানুষের জন্য কাজ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। কারন তাঁদের একটাই লক্ষ্য, সেটা হল বাংলা ভাগ। আর বিজেপি যত এ ধরণের ঘটনা ঘটাবে ততই ওদের বিধায়ক সংখ্যা কমতে থাকবে।
আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ
আরও পড়ুন, ৬ বছর পরেও জানা যায়নি TET-এর ফল! মানিককে ২ লক্ষ টাকার জরিমানার নির্দেশ বহাল
কোচবিহার জেলায় ন’টি বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ছয়। তৃনমূলের বিধায়ক সংখ্যা তিন। কিছুদিন আগে মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীলচন্দ্র বর্মন দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তৃনমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ঘটনার কিছুদিনের মধ্যে রবিবার তৃনমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল।
এই ঘটনার পর আরও বেশকিছু বিজেপি বিধায়ক তৃনমূলে যোগ দিচ্ছেন বলে জল্পনা শোনা যায়। গোটা বিষয়টিতে নড়েচড়ে বসে বিজেপি নেতৃত্ব। তারপরই এদিন প্রবীন তৃনমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, কোচবিহারের তিন বিজেপি বিধায়ক তৃনমূলে যোগ দিচ্ছেন। আগামী ১১ ফেব্রুয়ারী কোচবিহারের মাথাভাঙায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভাতেই যোগদান করতে পারেন বলে জল্পনা। যদিও বিজেপির বিধায়ক মালতি রাভা বলেন, তৃনমূল দুর্নীতিতে ভরে গিয়েছে। এসব থেকে মানুষের মন ঘোরাতেই এসব মিথ্যে কথা বলছেন।।
শুভঙ্কর সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।