আবীর ঘোষাল, মালদহ: সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মালদহের দুই লোকসভা আসন দখলে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সে কারণেই পরপর দু'দিন এই জেলায় সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য, এই জেলার জয়ী আসন ধরে রাখা। সে কারণেই এই জেলায় দলের কর্মীদের চাঙ্গা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি যে একা দাঁড়িয়ে থেকে লড়াই করবেন তা পরিষ্কার করে দিয়েছেন ৷ জনগণ যে তাঁর পাশে আছে সেটা বোঝাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমাকে চমকে লাভ নেই। আমাকে চমকালে জনগণ তোমাদের ধমকাবে।’’
লোকসভা ভোটে মালদহের দুই আসনের মধ্যে একটায় জয় ছিনিয়ে নেয় বিজেপি। একটায় জয়লাভ করে কংগ্রেস।
এই দুই জায়গার তিন লোকসভা আসনে চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে আগামী লোকসভা ভোটে দুই আসন দখলে মালদহ জেলায় জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি দুই পক্ষই।
লোকসভা ভোটের ফল বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা গিয়েছিল মালদহ জেলায় কংগ্রেস এগিয়ে ৪ আসনে, বিজেপি এগিয়ে ৬ আসনে, তৃণমূল এগিয়ে ২ আসনে। এই ফলাফলের ভিত্তিতেই মালদহকে পাখির চোখ করেছিল বিজেপি। যদিও গত বিধানসভা ভোটে মালদহ জেলা মুখ ফেরায়নি তৃণমূলের থেকে। এই অবস্থায় অভিষেকের মালদহ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Trinamool Congress