হোম /খবর /উত্তরবঙ্গ /
মানরক্ষার লড়াই মালদহে!সংখ্যালঘু অধ্যুষিত জেলায় লোকসভা আসন দখলে মরিয়া তৃণমূল

TMC in Malda: মানরক্ষার লড়াই মালদহে! সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দুই লোকসভা আসন দখলে মরিয়া তৃণমূল

মানরক্ষার লড়াই মালদহে! সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দুই লোকসভা আসন দখলে মরিয়া তৃণমূল

মানরক্ষার লড়াই মালদহে! সংখ্যালঘু অধ্যুষিত জেলায় দুই লোকসভা আসন দখলে মরিয়া তৃণমূল

সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি যে একা দাঁড়িয়ে থেকে লড়াই করবেন তা পরিষ্কার করে দিয়েছেন ৷ জনগণ যে তাঁর পাশে আছে সেটা বোঝাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমাকে চমকে লাভ নেই। আমাকে চমকালে জনগণ তোমাদের ধমকাবে।’’

  • Share this:

আবীর ঘোষাল, মালদহ: সংখ্যালঘু অধ্যুষিত জেলায় মালদহের দুই লোকসভা আসন দখলে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সে কারণেই পরপর দু'দিন এই জেলায় সফর করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য, এই জেলার জয়ী আসন ধরে রাখা। সে কারণেই এই জেলায় দলের কর্মীদের চাঙ্গা করতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তিনি যে একা দাঁড়িয়ে থেকে লড়াই করবেন তা পরিষ্কার করে দিয়েছেন ৷ জনগণ যে তাঁর পাশে আছে সেটা বোঝাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমাকে চমকে লাভ নেই। আমাকে চমকালে জনগণ তোমাদের ধমকাবে।’’

লোকসভা ভোটে মালদহের দুই আসনের মধ্যে একটায় জয় ছিনিয়ে নেয় বিজেপি। একটায় জয়লাভ করে কংগ্রেস।

আরও পড়ুন- দণ্ডিকাণ্ডে কড়া অভিষেক ! বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হল প্রদীপ্তা চক্রবর্তীকে

এই দুই জায়গার তিন লোকসভা আসনে চেষ্টা করেও জয় ছিনিয়ে আনতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  এর মধ্যে আগামী লোকসভা ভোটে দুই আসন দখলে মালদহ জেলায় জোর কদমে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি দুই পক্ষই।

আরও পড়ুন- রাজ্যে শিল্প বিনিয়োগে বড় সুখবর ! কয়েকশো কোটির বিনিয়োগে রাজারহাটে হতে চলেছে ‘স্কিল ডেভেলপমেন্ট হাব’

লোকসভা ভোটের ফল বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে দেখা গিয়েছিল মালদহ জেলায় কংগ্রেস এগিয়ে ৪ আসনে, বিজেপি এগিয়ে ৬ আসনে, তৃণমূল এগিয়ে ২ আসনে। এই ফলাফলের ভিত্তিতেই মালদহকে পাখির চোখ করেছিল বিজেপি। যদিও গত বিধানসভা ভোটে মালদহ জেলা মুখ ফেরায়নি তৃণমূলের থেকে। এই অবস্থায় অভিষেকের মালদহ সফর রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Malda, Trinamool Congress