#আলিপুরদুয়ার: মাধ্যমিকের প্রথম দিনে জেলায় জেলায় অন্য ছবি। ভালো করে হাঁটাচলা করতে পারেনা মেয়ে। অগত্যা আলিপুরদুয়ারে মেয়েকে কাঁধে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা।
জীবনের প্রথম বড় পরীক্ষা। আলিপুরদুয়ারের মেয়ে রিয়া ওঝাকে পিঠে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছন বাবা। জয়গাঁর শ্রীগণেশ হাইস্কুলের ছাত্রী রিয়ার সিট পড়েছে হাসিমারা হিন্দি হাইস্কুলে। লেখাপড়ায় মেধাবী হলেও, শরীর বশে নেই ষোল বছরের ছাত্রীর। রিকেট রোগে হাঁটাচলার ক্ষমতা নেই। শরীর বেঁকে ছোট্ট হয়ে গেছে। তবে পরীক্ষা দিতে বদ্ধপরিকর। মেয়ের ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে তাকে কোলে নিয়েই স্কুলে পৌঁছে দিলেন বাবা।
Published by:Piya Banerjee
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।