হোম /খবর /উত্তরবঙ্গ /
বৃষ্টিতে ভাসল মালদহ শহর-গলি থেকে রাজপথ সর্বত্রই জলমগ্ন, জল মেডিক্যাল কলেজেও

বৃষ্টিতে ভাসল মালদহ শহর-গলি থেকে রাজপথ সর্বত্রই জলমগ্ন, জল মেডিক্যাল কলেজেও

নিজস্ব ছবি ৷

নিজস্ব ছবি ৷

দুর্গাপুজোর আগে দুর্ভোগের মুখে সাধারণ মানুষ

  • Last Updated :
  • Share this:

#মালদহ: বিকেলের ভারী বৃষ্টিতে ভাসল মালদহ শহর। ঘণ্টা খানেকের মুশলধারায় বৃষ্টি। আর তাতেই ফের প্রকাশ্যে চলে এলো শহরের নিকাশির বেহাল ছবি। শহরের গলি থেকে রাজপথ সর্বত্রই জলমগ্ন। বৃষ্টিতে ক্ষতির মুখে পূজোর বাজারও। বৃষ্টিতে জল ঢুকে যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও। জলমগ্ন মালদহ মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটার। এমনকি একাধিক ওয়ার্ডের ভিতরেও ঢুকেছে বৃষ্টির জল। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে ছিল মালদহ। বেলা বাড়তেই করোনা আতঙ্ক কাটিয়ে পুজোর বাজার মুখো হয়েছিলেন বহু মানুষ। আনলকে সবেমাত্র চাঙ্গা হযেছিল বাজার।

কিন্তু এরই মধ্যে যেন বাধ সাধল বৃষ্টি। সমস্যা আরও কয়েক গুন বাড়ল শহরের বেহাল নিকাশীর কারণে। বিকেল নাগাদ আচমকায় ভারী বৃষ্টি নামে মালদহে। ঘন্টা খানেক মুসলধারায় বৃষ্টি। আর এতেই জল যন্ত্রনায় পড়লেন শহরবাসী। শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত ফোয়াড়া মোড়, মকদমপুর, রবীন্দ্রএভিনিউ, বিনয় সরকার রোড সর্বত্রই রাস্তা জলের তলায়। বৃষ্টির জল দাড়িয়ে যায় মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন বাজার, নেতাজি পুরবাজার প্রভৃতি ব্যবসার প্রাণকেন্দ্র গুলিতে। মালদা শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় হকার্স কর্নারে হাঁটু সমান জল জমে যায়।

বৃষ্টির জল ঢুকে যায় একাধিক জামা কাপড়ের দোকানের ভেতরেও। সব মিলিয়ে পুজোর ব্যবসা কার্যতঃ লাটে উঠেছে। চরম দুর্ভোগে পড়ে বাজারে বের হওয়া লোকজন ও পথ চলতি মানুষ। এদিনের বৃষ্টিতে জল ঢুকে যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেও। এক তলার অপারেশন থিয়েটারে জলের মধ্যেই কাজ করতে দেখা যায় নার্সিং কর্মীদের। এছাড়া হাসপাতাল ভবনের এক তলায় মেল মেডিক্যাল ওয়ার্ডেও জল ঢুকে যায়। এরই মধ্যে চলে চিকিৎসার কাজ। বৃষ্টি সবথেকে সমস্যায় পড়েনশহরের ছোট ব্যবসায়ীরা।

পয়লা বৈশাখ, ইদের বাজার মার খাওয়া পর সবে মাত্র পুজোর বাজারে কেনাকাটা শুরু হয়েছিল। এরই মধ্যে বৃষ্টির জেরে মাথায় হাত ব্যবসায়ীদের।

Sebak DebSarma

Published by:Arjun Neogi
First published:

Tags: Malda