corona virus btn
corona virus btn
Loading

করোনা জয় করে, কাজে যোগ দিলেন মালদহ মেডিক্যালের নার্স ! বরণ করে নিলেন সহকর্মীরা !

করোনা জয় করে, কাজে যোগ দিলেন মালদহ মেডিক্যালের নার্স ! বরণ করে নিলেন সহকর্মীরা !
photo source collected

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার আইসোলেশন বিভাগে কর্মরত ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হন। এরপর বাড়িতেই আলাদাভাবে ছিলেন তিনি।

  • Share this:

#মালদহ: রোগীর শুশ্রূষা করতে গিয়ে অজান্তেই আক্রান্ত হয়েছিলেন মারণ ভাইরাসে। শরীরে উপসর্গ ছিল না। যখন প্রথম শুনেছিলেন নিজে করোনা আক্রান্ত। সেই সময় মানসিকভাবে খানিকটা ভেঙে পড়েছিলেন বৈকি। এরপর হোম কোয়ারেন্টাইনে থেকেই করোনা জয়ী হলেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং স্টাফ । করোনা যুদ্ধে জিতে আজ ফের তিনি যোগ দিলেন কর্মস্থলে।তাঁকে সাদরে ফুল দিয়ে বরণ করলেন  সহকর্মী থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

করোনা জয়ী বললেন,-" ভয় পাওয়ার কিছু নেই, তবে মানসিক জোর রাখতে হবে। আর সবাইকে পাশে থাকতে হবে। সবাই পাশে থাকলে লড়াই করা অনেক সহজ হয়ে যায়।"মালদহ মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ তথা সুপার অমিত দাঁ বলেন,  করোনা আক্রান্ত নার্স বাড়িতে থেকেই সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন ।  হোম কোয়ারেন্টাইনে থেকে  সুস্থ হওয়ার এটাই জেলার প্রথম ঘটনা । ওই নার্সের শরীরে জুন মাসের প্রথম সপ্তাহে উপসর্গ ধরা পড়ে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার আইসোলেশন বিভাগে কর্মরত ছিলেন তিনি। সেখানেই করোনা আক্রান্ত হন। এরপর বাড়িতেই আলাদাভাবে ছিলেন তিনি।

সেবক দেবশর্মা

Published by: Piya Banerjee
First published: June 24, 2020, 8:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर