#মালদহ: দুই বছরের পুত্র সন্তান নিয়ে ট্রেনের সামনে মরণ ঝাঁপ। মৃত্যু হল মা ও শিশুর। মালদহের ইংরেজবাজারের যদুপুর এলাকার ঘটনা। জানাগিয়েছে, মৃত লিজা বিবি(২১)ইংরেজবাজারের যদুপুরের ইসলামপুরের বাসিন্দা। এদিন দুপুরনাগাদ রেল কর্মীদের মালদহে আনার আজিমগঞ্জ-মালদা স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, পারিবারিক অশান্তির জেরেই ছেলেকে নিয়ে মরনঝাঁপ দেন ওই মহিলা। ঘটনার পর থেকেই ওই মহিলার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক।
মৃতের আত্মীয়দের অভিযোগ, বছর তিনেক আগে ইসলামপুরের বাসিন্দা নাসির সেখের সঙ্গে বিয়ে হয় লিজার। কিন্তু, বিয়ের পর থেকেই পনের দাবিতে শ্বশুরবাড়িতে নিয়মিত অত্যাচার চলত। লকডাউনের মধ্যেই এক লক্ষ টাকা চেয়ে শ্বশুরবাড়িতে চাপ দেওয়া হয়।শ্বশুর বাড়িতে অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা বলে অভিযোগ মৃতের বাড়ির লোকজনের। এই মৃত্যুর ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্বশুরবাড়ির লোকজনের গ্রেপ্তারের দাবি করেন স্থানীয়রা। রেল সূত্রে জানাগিয়েছে, মালদহের রেল ডিভিশনে কর্মীদের আনার জন্য এক কামরার একটি প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে মালদহ ও আজিমগঞ্জের মধ্যে। ওই ট্রেনের সামনে মরন ঝাঁপ দেন মহিলা। পরে দেহ উদ্ধার করে রেল পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।