কলকাতা: হর্স ট্রেডিং। বাংলা করলে দাঁড়ায় ঘোড়া কেনাবেচা। রাজনীতির ভাষায় বললে বিধায়ক। এবার বাংলাতেও এই বিধায়ক কেনাবেচার অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়,তাঁরই হাত ধরে হয়েছিল এই সব! মুর্শিদাবাদের সাগরদিঘির সভা থেকে শুভেন্দু দাবি করেছেন, তৃণমূলে থাকাকালীন এক বাম নেতাকে 'কিনেছিলেন' তিনি। আর তারপরেই শুভেন্দুর এই মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
গত মঙ্গলবার দলীয় প্রার্থীর সমর্থনে উপনির্বাচনের নির্বাচনী প্রচারে মনিগ্রামের প্রকাশ্য সভায় বক্তৃতা করতে গিয়ে শুভেন্দু দাবি করেন, "বর্তমানে নবগ্রামের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা কানাই মণ্ডল আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এনায়েতের কাছ থেকে একটা চারচাকার গাড়ি।" শুভেন্দুর বিস্ফোরক এই দাবিতেই রাজ্য রাজনীতির হাওয়া গরম। রাজনৈতিক মহলের প্রশ্ন, কার নির্দেশে তবে বিধায়ক কিনেছিলেন শুভেন্দু?
আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "শুভেন্দুবাবু যখন বলছেন, তাহলে তাঁর কাছে নিশ্চয়ই তথ্য আছে।" নিজের পুরোনো দল তৃণমূলের বিরুদ্ধে কানাইচন্দ্র মণ্ডলকে নিয়ে শুভেন্দুর চাঞ্চল্যকর অভিযোগ প্রসঙ্গে শাসক তৃণমূল শিবিরের অবশ্য বক্তব্য, "অবিলম্বে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। গ্রেফতার করা উচিত শুভেন্দু অধিকারীকে।"
তৃণমূলে থাকার সময়ে শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদের মতো জেলার দায়িত্বে ছিলেন। সে সময় তাঁরই হাত ধরে অন্যদল থেকে তৃণমূলে এসেছেন অনেকেই। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে তেমনই একজনের নাম করে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। নবগ্রামের বর্তমান তৃণমূল বিধায়ক তথা উত্তর মু্র্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান কানাইচন্দ্র মণ্ডলও সেই সময়েই শুভেন্দুর হাত ধরে সিপিএম থেকে তৃণমূলে আসেন।
আরও পড়ুন: সাংসদ হিসাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন বলেই ছাঁটা হয়েছিল ডানা, আবারও বিস্ফোরক দাবি শুভেন্দুর
এদিকে, শুভেন্দুর তোলা অভিযো সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন নবগ্রামের তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, "তিন দিনের মধ্যে শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে যে অপমানজনক কথা বলেছেন সে ব্যাপারে যদি উনি ক্ষমা না চান তাহলে আইনি নোটিস পাঠাব।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Cpim, Suvendu Adhikary