#কোচবিহার: প্রাকৃতিক বিপর্যয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে রবিবার ছুটির দিনেও খোলা হয়েছে কোচবিহার পুরসভা অফিস৷ সপ্তাহের ছুটি বাতিল হয়েছে পুরকর্মীদের। পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ নিজেও পুরসভা অফিসে বসে সকাল থেকে নজরদারী চালাচ্ছেন। জানা গিয়েছে শহর লাগোয়া তোর্সা নদীর জল বেড়ে বিপদের মুখে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় লাগোয়া এলাকা৷ শনিবার থেকে জল বেড়েছে তোর্সা নদীতে। জল ঢুকেছে বাঁধের পাড়ের একাধিক বাড়িতে। সেই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। প্রশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুলেছে ফ্লাড সেন্টার। রবিবার নদীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। তবে দুর্ভোগে আছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন Kidney Selling: কিডনি বিক্রি করতে চাই, ফেসবুকে কেন এমন পোস্ট করলেন যুবক? জানলে মন কেঁদে উঠবে
কোচবিহার জেলাতে রায়ডাক নদীর জল বেড়ে বিপদ বেড়েছে বক্সিরহাটে৷ বাঁধ ভেঙ্গে নদীর জল ঢুকতে শুরু করেছে মহিষকুচি গ্রামে৷ ভোর রাত থেকে জল বাড়তে শুরু করেছে রায়ডাকে৷ এতেই মাটির বাঁধে ফাটল হয়। রবিবার পুরোপুরি ভেঙ্গে যায় বাঁধ। গ্রামের কৃষিজমি জলের তলায়। প্রায় তিনশোটি বাড়িতে ঢুকেছে নদীর জল৷ কোচবিহার জেলায় গত কয়েকদিন থেকে চলছে একটানা বৃষ্টি৷ আজও সকাল থেকে বৃষ্টি চলছে৷ কোচবিহারের তোর্সা নদীর জল বেড়ে বিপত্তি ঘটেছে। সরকারি স্কুলে খোলা হয়েছে ফ্লাড সেন্টার৷ নদীর জল ঢুকেছে বাঁধের পাড় লাগোয়া একাধিক বাড়িতে৷ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ৷
শনিবার রাতেই শুকনো খাবার বিলি করা হয়েছে কোচবিহার পুরসভার পক্ষ থেকে৷ পুরকর্মীদের কাজের সুবিধার জন্য শতাধিক কর্মীকে রেনকোর্ট দেওয়া হয়েছে ৷ পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ নিজেও পুরকর্মীদের সঙ্গে রাতে ভারী বৃষ্টি মাথায় নিয়ে শুকনো খাবার পৌঁছে দিয়েছেন শহরের তোর্সা নদী বাঁধ লাগোয়া এলাকাতে৷ আজ, রবিবার, সকাল থেকেও পুরকর্মীরা পরিষেবা দিচ্ছেন। পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, আজ, রবিবার, পুরসভা খোলা রাখা হয়েছে দুর্গতদের কথা মাথায় রেখে। সপ্তাহের ছুটি বাতিল করে কাজ করে চলেছেন পুরকর্মীরা। সপ্তাহের স্বাভাবিক দিনের মত রবিবারও চলছে পুরসভার কাজ। প্রবীর কুন্ডু
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cooch behar, North bengal news, Rain