হোম /খবর /উত্তরবঙ্গ /
সব রেকর্ড চুরমার, তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি, গরম হাওয়া-রোদে ঝলসানো অবস্থা

Summer 2023: সব রেকর্ড চুরমার, তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি, গরম হাওয়া-রোদে ঝলসানো অবস্থা

গত কয়েক দশকের মধ্যে এত উষ্ণ এপ্রিল মাসের নজির নেই মালদহে, এমনটাই জানিয়েছে কৃষি দফতরের আবহাওয়া বিভাগ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

মালদহ: সপ্তাহের প্রথম দিনেই মালদহে রেকর্ড গড়ল সর্বোচ্চ তাপমাত্রা। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪৩ ডিগ্রি। গত কয়েক দশকের মধ্যে এত উষ্ণ এপ্রিল মাসের নজির নেই মালদহে, এমনটাই জানিয়েছে কৃষি দফতরের আবহাওয়া বিভাগ।

গত রবিবার মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি আর এদিন একলাফে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়েছে তিন ডিগ্রি। কার্যত গরম হাওয়ায় পুুড়ছে মালদহ।  সপ্তাহের প্রথম কাজের দিনে জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়ে সমস্যায় পড়েছেন পথচারীরা। সবচেয়ে কাহিল অবস্থায় শিশুরা, বাবা- মা বা প্রিয়জনদের কোলে, টুপি বা কাপড়ে মাথা ঢেকে, কার্যত নুইয়ে পড়ার মতো পরিস্থিতিতে।

যাঁরা বাইরে বেরিয়েছেন বেশিরভাগকেই দেখা যায় মাথায় ছাতা, টুপি, রোদ চশমা দিয়ে মাথা-মুখ-চোখ ঢেকে। সকাল ৯ টা থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। বেলা ১২টাতেই ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায় তাপমাত্রার পারদ। দুপুর তিনটের মধ্যে তাপমাত্রা পৌঁছে যায় রেকর্ড ৪৩ ডিগ্রিতে। আগে কখনও এমন উর্ধ্বমুখী তাপমাত্রা ছিল কী না, তা দেখতে রেকর্ড নাড়াচাড়া শুরু হয় আবহাওয়া বিভাগে। দেখা যায়, গত কয়েক দশকের মধ্যে ১৭ এপ্রিল বা এপ্রিল মাসে ৪৩ ডিগ্রি তাপমাত্রার কোনও নজির মেলেনি বলেই খবর।

মাত্রাতিরিক্ত গরমের কারণে এদিন জেলার সর্বত্র চাষের মাঠ ছিল প্রায় ফাঁকা। সকালের দিকে রাস্তায় লোকজন বের হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় পথচারী ও যানবাহন দুটিই উল্লেখযোগ্য ভাবে কমে আসে। শহরের রাস্তায়় সরকারি জলছত্র থেকে পানীয় জল সংগ্রহের হাহাকার দেখা যায় পথচারীদের মধ্যে। রাস্তায় বেরোনো পথচারীদের অনেকেই রাস্তার কলে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে় গরম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা  করেন। প্রয়োজন ছাড়া রাস্তায় বার না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই গরম থেকে রেহাই মেলার আশা নেই মালদহবাসীর। বরং আগামী আরও কয়েকদিন এভাবেই কাঠফাটা রোদের মধ্যে পড়তে হবে জেলাবাসীকে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda