#প্রবীর কুণ্ডু, কোচবিহার: সাপের আতঙ্কে গাছতলায় স্কুল, ক্লাসরুম বন্ধ। কোচবিহারের বক্সিরহাটের মহিষকুচি নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুলে এ ভাবেই চলছে পঠনপাঠন। কারণ সাপের ভয়ে স্কুলের ভিতরে পা রাখতেই ভয় পাচ্ছে পড়ুয়া থেেক শিক্ষক৷
গত সপ্তাহেই এই প্রাথমিক স্কুলের ক্লাস চলাকালীন দেখা যায় সাপ। ক্লাস রুমের মেঝেতে ফাটল থেকে উদ্ধার হয় একাধিক সাপের ছানা। স্কুলের মেঝে ফাটিয়ে ২৮ টি সাপের ডিমের খোঁজ মিলেছিল৷ উদ্ধার হয় বেশ কয়েকটি সাপের ছানাও৷ প্রাথমিক ধারনা, এই সাপগুলি সবই গোখরো প্রজাতির৷ বোঝা যায়, স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে রীতিমতো জাঁিকয়ে সংসার পেতে বসেছে সাপ৷
আরও পড়ুন: সবুজ রঙ, লাল ঠোঁটের দুটি টিয়া! জন্মদিনে এলাহি ভোজ, কেক থেকে লুচি, রইল ভিডিও
এর পরেই সাপের আতঙ্কে ক্লাস রুম বন্ধ হয়ে যায়। স্কুলে ছাত্রছাত্রী আসাও কমেছে৷ আপাতত রোদ ও বৃষ্টিতে মাঠে, গাছ তলায় এবং মিড ডে মিলের ঘরে চলছে স্কুল। সাপের আতঙ্কে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। স্কুল মেরামতির দাবি তুলছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা।
সাপের আতঙ্কে অনেকটাই কমেছে পড়ুয়াদের সংখ্যা। এমন কি, সাপের আতঙ্কে স্কুলে আসা পড়ুয়াদের পাশের বাড়ির শৌচালয় ব্যবহার করতে হচ্ছে। বক্সিরহাট সার্কেলের মহিষকুচি নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা জানান, 'সাপের আতঙ্কে স্কুলে আসতে চাইছেনা ছাত্রছাত্রীরা। ক্লাস রুমেও ক্লাস করা নিয়ে আতঙ্কিত তারা৷ তাই গাছ তলায় ও মিড ডে মিলের ঘরে ক্লাস চলছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coochbehar, Snake