কোচবিহার: এখনও নিখোঁজ তোর্সা নদীতে তলিয়ে যাওয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া সম্রাট ঘোষ । সিভিল ডিফেন্স ও ডুবুরি নামিয়ে চলছে তোর্সা নদীতে তল্লাশি । ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্যে ।
উল্লেখ্য গতকাল সন্ধ্যা নাগাদ কোচবিহার পুন্ডিবাড়ি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাতজন পূর্ব পুন্ডিবাড়ী কাঁঠালতলা তোরসা নদীর পাড়ে স্নান করতে আসে। চারজন পড়ুয়া নদীতে স্নান করতে নামে সেই সময়ে তারা জলের স্রোত চলে যাওয়ায় তলিয়ে যায় তবে স্থানীয়রা তিনজনকে নদী থেকে উদ্ধার করতে পারলেও সম্রাট ঘোষ এখনো নিখোঁজ রয়েছে ।
খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পুন্ডিবাড়ী থানার পুলিশ ও সিভিল ডিফেন্স তালে পৌঁছায় । গতকালই নদীতে নেমে তল্লাশি চালানো হয় তবে অন্ধকার নেমে আসার রাতে তল্লাশি চালানো বন্ধ করে দেওয়া হয় । আজ সকাল থেকে আবারও তল্লাশি চলছে । এলাকায় প্রচুর সংখ্যক মানুষের ভিড় । জানা গিয়েছে এই পড়ুয়ার বাড়ি কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ডাওয়াগুড়ি এলাকায় ।
Subhankar Sahaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Student