corona virus btn
corona virus btn
Loading

চিকিৎসার গাফিলতিতে পড়ুয়ার মৃত্যু, ধুন্ধুমার কোচবিহারের চকচকায়

চিকিৎসার গাফিলতিতে পড়ুয়ার মৃত্যু, ধুন্ধুমার কোচবিহারের চকচকায়
Representative Image

নার্সিংহোম কর্তৃপক্ষের পালটা দাবি, সংকটজনক অবস্থাতেই রোগীকে নার্সিংহোমে আনা হয়েছিল।

  • Share this:

#কোচবিহার: চিকিৎসার গাফিলতিতে পড়ুয়ার মৃত্যুর অভিযোগে উত্তাল কোচবিহারের চকচকা। তাণ্ডব চলল নার্সিংহোমে। বিক্ষোভের মাঝে পড়ে আহত পুলিশ।শনিবার পথ দুর্ঘটনায় আহত হয়ে চকচকার নার্সিংহোমে ভরতি হয় একাদশ শ্রেণির পড়ুয়া পার্থ ভৌমিক। মাথার পিছনে গুরুতর আঘাত লেগেছিল। সোমবার সকালে নার্সিংহোমেই মৃত্যু হয় পড়ুয়ার। পরিবারের অভিযোগ, প্রথম থেকেই চিকিৎসায় গাফিলতি ছিল। এমনকী চিকিৎসার জন্য অন্য জায়গায় নিয়ে যেতে চাইলেও অনুমতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

নার্সিংহোম কর্তৃপক্ষের পালটা দাবি, সংকটজনক অবস্থাতেই রোগীকে নার্সিংহোমে আনা হয়েছিল। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমের সামনে পথ অবরোধ করে পার্থর সহপাঠী ও স্থানীয়রা। নার্সিংহোমে ঢুকে চলে ভাঙচুর।

আরও পড়ুন ছিনতাইয়ের জন্য বাইক না থামানোয় গুলি, ছাত্রসহ আহত ২

ভাঙচুর চলে পুলিশের গাড়িতেও। অবরোধ তুলতে গেলে শুরু হয় ইট বৃষ্টি। ইটের আঘাতে জখম হন কোতোয়ালি থানার আইসি। আহত হন আরও ৩ পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়। ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নার্সিংহোম কর্তৃপক্ষ।

First published: January 20, 2020, 8:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर