#দার্জিলিং: পাহাড়ে অনির্দিষ্টকালীন বনধ অব্যাহত ৷ মোর্চার ডাকা সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হল ৷ চাপ থাকলেও বনধ আন্দোলন থেকে সরতে নারাজ মোর্চা। কালিম্পঙে সাড়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে সর্বদল বৈঠক চলে । বৈঠকে ছিলেন বিজেপি-সহ পাহাড়ের সমস্ত দল। মোর্চার তরফে আছেন শীর্ষনেতা বিনয় তামাং।
বনধ প্রত্যাহার নিয়ে মোর্চার মধ্যে মতভেদ তৈরি হয়েছে। সমস্ত দলের প্রতিনিধি নিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি গড়ার প্রস্তাব দিয়েছেন বিনয় তামাং। দিল্লিতে কেন্দ্রের কাছে এই কমিটি নিজেদের দাবি জানাতে যাবে। এদিকে পাহাড়ে শিশুদের নিয়ে সশস্ত্র মিছিল করায় মোর্চাকে শোকজ করে শিশু সুরক্ষা কমিশন।
গোর্খাল্যান্ড আন্দোলনের ধরন নিয়ে ক্রমেই চাপ বাড়ছে মোর্চার ওপর। সর্বদল বৈঠকে চাপে মোর্চা। বনধ প্রত্যাহারের জন্য মোর্চার ওপর চাপ জিএএলএফ, জন আন্দোলন পার্টির মত অন্যান্য দলগুলির। যদিও বনধ প্রত্যাহারে রাজি নয় মোর্চা। এই নিয়ে সর্বদল বৈঠকে তুমুল বিতর্কে জড়িয়ে পড়ে দু'পক্ষ। যদিও বৈঠক শেষে বনধ অব্যাহত রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷