• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • হাতির পালকে লোকালয় থেকে জঙ্গলে ফেরাতে বিশেষ প্রশিক্ষণ

হাতির পালকে লোকালয় থেকে জঙ্গলে ফেরাতে বিশেষ প্রশিক্ষণ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

এই প্রথম হাতেকলমে প্রশিক্ষণ। গরুমারা জাতীয় উদ্যানে মাহুত ও পাতা ওয়ালাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 • Share this:

  #জলপাইগুড়ি: এই প্রথম হাতেকলমে প্রশিক্ষণ। গরুমারা জাতীয় উদ্যানে মাহুত ও পাতা ওয়ালাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অসমের হাতি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া শেখাচ্ছেন কীভাবে হাতির পালকে লোকালয় থেকে জঙ্গলে ফেরাতে হবে। গতকাল প্রশিক্ষণ শিবিরে যান বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

  ডুয়ার্সে প্রায়সই হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। হাতির হানায় অনেক সময় ক্ষয়ক্ষতিও হয়। কখনও আবার দলছুট হস্তিশাবক লোকালয়ে চলে আসে। এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য মাহুত ও পাতাওয়ালাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রশাসন। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যানে ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। অসমের হাতি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া প্রশিক্ষণ দিচ্ছেন।

  জলপাইগুড়ি বনবিভাগের ১৪ মাহুত ও পাতাওয়ালা প্রশিক্ষণ নিচ্ছেন।

  এদিন প্রশিক্ষণ শিবিরে যান বনমন্ত্রী। দক্ষিণবঙ্গের মাহুতদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।

  জন্মের পর শাবক ও মা হাতিদের কীভাবে যত্ন নিতে হবে, তাদের কী কী খাবার দিতে হবে --- এমন অনেক কিছুই শেখানো হচ্ছে পার্বতী বড়ুয়ার পাঠশালায়।

  First published: