• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • ভূত তাড়ানোর নাম করে মা ও দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে !

ভূত তাড়ানোর নাম করে মা ও দুই মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঝার বিরুদ্ধে !

মা ও তাঁর দুই মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনা।

মা ও তাঁর দুই মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনা।

মা ও তাঁর দুই মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনা।

 • Share this:

  #বালুরঘাট: মা ও তাঁর দুই মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠল এক ওঝার বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পতিরাম এলাকার ঘটনা।

  দু’মাস আগে বড় মেয়ে রলিকা হেমরম-এর দু’বছরের ছেলে জলে ঢুবে মারা যায় তার পর থেকে অসুখ আর সারে না তার ৷ তাই রবিবার লক্ষ্মীপুরে ওঝা-কে দেখাতে যায় সে । এরপর মা ও মেয়েদের ভুত ছাড়ানোর নাম করে একে একে তিন জনের সঙ্গে ওঝা অশালীন আচরণ করে বলে অভিযোগ । মঙ্গলবার আবার তাদের বাড়িতে আসে রোগ সারাতে সেখানে ওঝা গফ্ফর মণ্ডল ও তার শাগরেদ সৈদুল মোল্লা-কে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। দু’জনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ।

  First published: