• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • সরকারি অনুমতি নেই, সৌরভের মূর্তি বসানো নিয়ে তাই বিতর্ক ! কী বললেন মহারাজ ?

সরকারি অনুমতি নেই, সৌরভের মূর্তি বসানো নিয়ে তাই বিতর্ক ! কী বললেন মহারাজ ?

মূর্তি বসানোর সরকারি অনুমতি নেই ৷ তাই বাধ্য হয়েই অস্থায়ীভাবে মূর্তি উন্মোচন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

মূর্তি বসানোর সরকারি অনুমতি নেই ৷ তাই বাধ্য হয়েই অস্থায়ীভাবে মূর্তি উন্মোচন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

মূর্তি বসানোর সরকারি অনুমতি নেই ৷ তাই বাধ্য হয়েই অস্থায়ীভাবে মূর্তি উন্মোচন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

 • Share this:

  #বালুরঘাট: নিজের মূর্তি উন্মোচনে দীর্ঘদিন পর ট্রেন সফর শেষে মালদহ থেকে সড়কপথে আজ দক্ষিণ দিনাজপুর পৌঁছন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানে মূর্তি উন্মোচন তো হল, কিন্তু স্থায়ীভাবে বসানো গেল না মূর্তি ৷ মূর্তি বসানোর সরকারি অনুমতি পায়নি জেলা ক্রীড়া সংস্থা ৷ বাধ্য হয়ে তাই অস্থায়ীভাবেই মূর্তি উন্মোচন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ স্থানীয় মানুষজনের সঙ্গে তুললেন সেলফিও ৷

  সৌরভ গঙ্গোপাধ্যায়ের মূর্তি বসানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ৷ কারণ মূর্তি বসানোর অনুমতি পায়নি জেলা ক্রীড়া সংস্থা ৷ বালুরঘাট স্টেডিয়ামে তাই অস্থায়ীভাবে এদিন মূর্তি উন্মোচন করেন মহারাজ ৷ গোটা ঘটনায় জেলা ক্রীড়ামহলে শুরু হয়েছে গুঞ্জন ৷ মূর্তি নিয়ে যাতে কোনওপ্রকার বিতর্ক না হয়, তার জন্য সতর্ক সৌরভ নিজেও ৷ অনুষ্ঠান মঞ্চে মজা করে জানালেন, ‘‘ সবসময় সবকিছু সময়ের মধ্যে হয় না ৷ এখন মূর্তিটা না বসলে দু’মাস পর বসবে, কী আছে... আর এই নিয়ে কোনও বিতর্ক নেই  ৷ প্রয়োজনে বাড়িতে নিয়ে যাব মূর্তি ৷’’ তবে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আশা, মূর্তি বসানোর অনুমতি শেষপর্যন্ত হয়তো পাওয়া যাবে ৷ খুব তাড়াতাড়ি মূর্তি বসবে যথাস্থানেই ৷

  sourav ganguly statue

  First published: