Home /News /north-bengal /

সান্দাকফুতে তুষারপাত !

সান্দাকফুতে তুষারপাত !

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নীল আর ধূসরের উপর সাদার পোঁচ। স্তরে স্তরে রঙ লেপে প্রকৃতির আপন শিল্পকর্ম।

 • Share this:

  #সিমলা: নীল আর ধূসরের উপর সাদার পোঁচ। স্তরে স্তরে রঙ লেপে প্রকৃতির আপন শিল্পকর্ম। কখনও ঢেকে যাচ্ছে গাছপালা। কখনও বা ঘরবাড়ি। প্রচণ্ড ঠান্ডায় বরফের সাদা চাদর একটু একটু করে নিজের গায়ে টেনে নিচ্ছে প্রকৃতি। তুষারপাতের এই ছবি সান্দাকফু ও সিমলার।

  পারদ আর কত নীচে নামবে? সেই প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে ছিল উত্তরভারত। এবার তাদের ছুঁয়ে ফেলল এ রাজ্যও। বুধবারই তুষারপাত শুরু হয় সান্দাকফুতে। কালাপোখরি আর তুমলিঙের চেহারাটাও বদলে গেল কয়েক মুহূর্তে।

  বসন্তে ফুলেল লাল। বর্ষায় সবুজ। শরতে নীল। আর শীতে সাদা। প্রকৃতির ট্রেডমার্ক এমনটাই। জানুয়ারির শেষে তেমনই ছবি ধরা পড়ল সিমলায়। ধূসর গাছপালা বা ঘরবাড়ির উপর লাগাতার সাদার পোঁচ। ধীরে ধীরে সব রং মুছে দিয়ে শুভ্রতার উৎসব। সকলেরই নজর কেড়েছে প্রকৃতির এমন আয়োজন।

  First published:

  Tags: Sandakfu, Shimla, Snowfall

  পরবর্তী খবর