#দার্জিলিং: পাহাড়ে বেড়াতে গিয়ে পর্যটকদের বাড়তি পাওনা। বুধবার রাতে দার্জিলিংয়ের বাতাসিয়ালুপ, লালকুঠিসহ একাধিক জায়গায় হয়েছে শিলাবৃষ্টি।
বৃহস্পতিবার সকালেও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল বরফের টুকরো। তাই নিয়েই দেদার মজা করলেন পর্যটকরা। শিলাবৃষ্টির পাশাপাশি, সান্দাকফুতে তুষারপাতও হয়েছে। কনকনে ঠান্ডার মধ্যেই রোদ ওঠায় ঝকঝকে ছিল কাঞ্চনজঙ্ঘাও।
এখন দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Snowfall