#কলকাতা: ফের তুষারপাত! হ্যাঁ আবারও সান্দাক ফু'তে। গোটা সান্দাক ফু ঢেকেছে সাদা বরফের চাদরে। যেদিকে দু'চোখ যায়, শুধুই সাদা আর সাদা। সান্দাক ফু'র রাস্তাতেও কয়েক ইঞ্চি পুরু বরফ। এক ধাক্কায় তাপমাত্রাও নামল অনেকটা। তুলনায় এই সময়ে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। আর যারা রয়েছে সেই পর্যটকেরা বরফ নিয়ে খেলায় মেতে উঠেছে। এই সময়ে তুষারপাত হওয়ায় খুশি পর্যটকেরা। এর আগে মার্চেও তুষারপাত হয়েছিল তুষারপাত। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তুষারপাত হওয়ায় কাল সকাল থেকে ফের সান্দাক ফু-র দিকে যেতে চাইছে দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকেরা। এই সময়ে বরফ!
যেন বিনা মেঘে পাত বজ্রপাত! খুশি পর্যটকেরা। শৈলশহরের তাপমাত্রাও নেমেছে অনেকটা। ২-৩ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। কাল সান্দাক ফু'তে যে ভিড় জমবে তা সহজেই অনুমেয়, মনে করছে পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই পাহাড়ে বেড়াতে আসা দেশ-বিদেশের পর্যটকেরা যোগাযোগ শুরু করেছে। এই মূহূর্তে সান্দাক ফু'তে বেড়াতে যাওয়া পর্যটকেরা মেতে উঠেছে কেউ সেলফি তুলতে, কেউ আবার গ্রুফি তুলতে। এই সময়ে বরফ! যেন পর্যটকদের কাছে বাড়তি পাওনা। দার্জিলিংয়েও আজ তাপমাত্রা নেমেছে এক অংকে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানান, এই সময়ে তুষারপাত সত্যিই বাড়তি পাওনা। দার্জিলিংয়ে বরফ! পর্যটকদের কাছে নতুন বার্তা। আগামী দিনে স্নো ট্যুরিজম স্পোর্টস চালু করার ভাবনা রয়েছে। শুধু সিকিম নয়, দার্জিলিংয়েও বরফ! ফের কি ভিড় বাড়বে শৈলশহরে? সেদিকেই তাকিয়ে পর্যটন ব্যবসায়ীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Darjeeling, Kolkata, Sandakphu, Snowfall, West Bengal. তুষারপাত, বরফ