Home /News /north-bengal /
Maldah news: ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে সাপের কামড়! তারপর...

Maldah news: ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে সাপের কামড়! তারপর...

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম বিজলী সর্দার৷

  • Share this:

#মালদা: ঘুমন্ত অবস্থায় সাপের কামড় (snake bite) খেলেন গৃহবধূ। কিছু বুঝে ওঠার আগেই ব্যথায় কাতর হলেন তিনি৷ তবে এক্ষেত্রে  হাসপাতালে না নিয়ে গিয়ে সাপে কামড়ানো গৃহবধূকে ওঝার কাছে নিয়ে যান তাঁর আত্মীয় ও প্রতিবেশীরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে গুনি ওঝার কেরামতি। কিন্তু এতে কোনও সমাধান হয়নি৷ কিছুই করে উঠতে পারেনি গুণধর ওঝা! অবশেষে গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে স্থানীয়রা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিক্যালে মৃত্যু হয় গৃহবধূর। অনেকেই মনে করছেন যে, সঠিক সময় চিকিৎসা শুরু না হওয়ায় প্রাণ গেল গৃহবধূর৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম বিজলী সর্দার৷ বয়স ছিল ৩৪ বছর। তাঁর স্বামী বর্তমানে শ্রমিকের কাজে ব্যাঙ্গালুরুতে রয়েছেন। তাঁর আত্মীয়রা জানান, বিজলী তার দুই ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। রাত্রিবেলা একা ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ বিজলীর হাতে কামড় দেয়। ঘটনায় তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় গুনি ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ওঝা কেরামতি করলেও বিষ নামাতে পারেনি। এদিকে গৃহবধূর শাররীক অবস্থার অবনতি হলে পাশের গ্রামের আরেক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় । কিন্তুু, সেখানেও তাঁর বিষ নামেননি।

এত সবের মধ্যে কেউ তাকে হাসপাতালে নিয়ে যাননি প্রথমেই৷ ফলে সঠিক কোনও চিকিৎসা শুরু করা যায়নি৷ শেষ যখন কোনও ওঝাই বিষ নামাতে পারে না, তখন এই পরিস্থিতিতে বিজলীকে গ্রামের মানুষ মালদা মেডিক্যালে নিয়ে আসে৷ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।

সেবক দাস

Published by:Pooja Basu
First published:

Tags: Maldah, Maldah news, North bengal news, Snake Bite