#জলপাইগুড়ি: বুকে ভর করে হেঁটে চলা, মানুষের পদক্ষেপ অনুভব করে এলাকা থেকে লুকিয়ে পড়া। কিন্তু তাকে স্বচক্ষে দেখলে বুকের মাঝে ছ্যাঁৎ করে ওঠে। দ্রুত শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল স্রোত। এমনই প্রাণী সাপ। পাহাড়ি এলাকায় এর দাপট লেগেই থাকে। এবার এক চা বাগানের নালা থেকে উদ্ধার হল বিরাট আকারের কিং কোবরা সাপ।
মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশন চা বাগানে থেকে ওই সাপটি উদ্ধার করা হয়। এদিন বাগানের শ্রমিকরা সাপটিকে বাগানের একটি নালার মধ্যে দেখে। সাপ দেখার পরেই আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিকরা। সাপটিকে নিয়ে ওই এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়। সাপটি আকারে এতই বড় যে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যেও।
আরও পড়ুন- স্ত্রী দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় চরম পদক্ষেপ স্বামী ও শ্বশুরের
সাপটির খবর পেয়ে এলাকায় আসেন সর্প প্রেমী শ্যামাপ্রসাদ পান্ডে। পরে এলাকায় যান চালসার সর্প প্রেমী দিবস রাই। কিং কোবরাটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে। সেখানে সাপটির চিকিৎসার চলে। পরে কিং কোবরাটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- নৃশংস! চায়ের দাম চাওয়ায় এক কেটলি ফুটন্ত চা ঢেলে দেওয়া হল চা-বিক্রেতার গায়ে
সাপটি লম্বায় প্রায় ১৩ ফুট। সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে কিং কোবরাটি এসেছিল বলে বাসিন্দাদের অনুমান। কিন্তু সাপটি বিষধর ও আকারে বড় হওয়ায় দ্রুত আতঙ্ক ছড়ায়ে মানুষের মধ্যে। আবার সাপটিকে দেখতে এলাকার মানুষ ভিড়ও জমায়।
শেখ রকি চৌধুরী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jalpaiguri