হোম /খবর /উত্তরবঙ্গ /
বাড়ছে করোনা, তার মধ্যেই স্মৃতি ইরানির রোড শোতে উপচে পড়া ভিড় মালদহে

Smriti Irani: বাড়ছে করোনা, তার মধ্যেই স্মৃতি ইরানির রোড শোতে উপচে পড়া ভিড় মালদহে

Smriti Irani in Malda

Smriti Irani in Malda

BJP: এই অবস্থায় বাংলা নববর্ষের প্রথম দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

  • Last Updated :
  • Share this:

 #মালদহ: গত ২৪ ঘণ্টায় নতুন করে মালদহে করোনা আক্রান্ত হলেন ২৬৫ জন। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর আগের ২৪ ঘণ্টায় মালদহের করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৭২ জন। অর্থাৎ গত ৪৮ ঘণ্টায় মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-র বেশি। এই অবস্থায় বাংলা নববর্ষের প্রথম দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যেখানে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাঁদের মধ্যে অনেকেরই মুখে মাক্স দেখা যায়নি। কার্যত চোখেই পড়েনি স্যানিটাইজার এর ব্যবহার। শুধু তাই নয়, মানা হয়নি শারীরিক দূরত্ব বিধি। উল্টে রোড শো এর মাঝেই একাধিক উচ্চস্বরে মাইক্রোফোন বাজিয়ে চলে নাচানাচি, উল্লাস। গা ঘেঁষাঘেঁষি করে মিছিলে হাঁটেন বহু মানুষ। দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে রোড শো।

মালদহের পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে রবীন্দ্র এভিনিউ এ রবীন্দ্র মূর্তির সামনে শেষ হয় বিজেপির রোড শো । মিছিলের শেষে ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, প্রচুর মানুষ স্ব-ইচ্ছায় রোড শোতে হাজির হয়েছিলেন। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। করোনা পরিস্থিতিতে প্রচারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ইচ্ছে থাকলেও সম্পূর্ণ কোভিড বিধি মানা সম্ভব হচ্ছে না। তবে শুধু শহরে কেন্দ্রীয় মন্ত্রীর রোড শোতে ভিড় হয়েছে তাই নয়, এদিনও মালদহ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সভা- মিছিল এর মাধ্যমে ভোটের প্রচার করে তৃণমূল এবং সংযুক্ত মোর্চা। আগামী ২৬ এবং ২৯ নভেম্বর রাজ্যে সপ্তম এবং অষ্টম দফায় মালদহে নির্বাচন। ফলে আগামী দিনগুলিতে মালদহে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সফর রয়েছে। ফলে আগামী দিনগুলিতে আরও বড় রাজনৈতিক জমায়েতের সম্ভাবনা। এই অবস্থায় করোনা আরও ছাড়ানোর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে কোভিড বিধি রক্ষায় আগামী দিনে নির্বাচন কমিশন কী নির্দেশ দেয় নজর এখন সে দিকেই ।

সেবক দেবশর্মা

Published by:Piya Banerjee
First published:

Tags: BJP, Malda, Smriti Irani, TMC, West Bengal Election 2021