#শিলিগুড়ি: বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলে অনলাইন ক্লাস। পথ দেখাচ্ছে শিলিগুড়ির নেতাজি GSFP স্কুল। ক্লাসরুমে ছাত্রীদের সঙ্গে অনলাইন ক্লাসের ট্রেনিং নিচ্ছেন অভিভাবকরা।
করোনা মোকাবিলায় ২ মাসের উপর দেশজুড়ে লকডাউন। সিলেবাস সামলাতে ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে জোরকদমে চলছে অনলাইন ক্লাস। বাংলা মিডিয়ামেও সেই পথে হাঁটল ৭১ বছরের পুরোন শিলিগুড়ির সুভাষপল্লির নেতাজি GSF প্রাইমারি স্কুল।
স্কুলের অধিকাংশ পড়ুয়ার পরিবারই BPL তালিকাভুক্ত। বাড়িতে ল্যাপটপ, কম্পিউটারের ব্যবস্থা নেই। তাই বলে কী শিক্ষার আলো দূরে থাকতে পারে। সেই ভাবনাই ঘুরপাক খাচ্ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাথায়। বাকি শিক্ষকদের নিয়ে তাই শুরু করে দিলেন অনলাই ক্লাস।
বড় স্কুলে ক্লাস হচ্ছে। সেটা দেখে ওরা কষ্ট পাচ্ছে। গরিব বলে যেন না ভাবে পড়তে পারবে না জানিয়েছেন, নেতাজি জিএসএফ প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন শীলশর্মা৷ গুগল মিট নামে একটি অ্যাপের মাধ্যমে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। স্কুলে এসে বাচ্চাদের সঙ্গে অভিভাবকরাও বুঝে নিচ্ছেন অ্যাপের ব্যবহার।
সকাল সাতটা থেকে রাত ন'টা। প্রাইমারির খুদেদের নিয়ে চলছে জোরদার ক্লাস। হোমটাস্ক হচ্ছে। হোয়াটসঅ্যাপে ভুল ধরিয়ে দিচ্ছেন দিদিমনিরা।
বড় স্কুলের অনলাইন পড়াশোনার কথা শুনে ছোট্ট মনে কষ্ট হত। স্কুলে ছুটে যেতে চাইত মন। অনলাইন ক্লাস পেয়ে বেজায় খুশি জিয়ারা।ইতিমধ্যেই স্কুলের ৫০০ পড়ুয়া অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে। বাকি অভিভাবক ও পড়ুয়াদের স্কুলে ডেকে চলছে প্রশিক্ষণ।করোনার ভয় এখনও রয়েছে। তাই প্রশিক্ষণের জন্য স্কুলে সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন সবকিছুই করা হচ্ছে। প্রধান শিক্ষকের কথা, পড়ুয়াদের দেখতে না পাওয়াটাই যে শিক্ষকদের কাছে বড় শাস্তি। সত্যি, অনেক কিছুই শেখাচ্ছে মহামারী করোনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।