হোম /খবর /উত্তরবঙ্গ /
বাড়ছে আক্রান্তের সংখ্যা, কোভিড হাসপাতাল বাড়ানোর দাবিতে আন্দোলন শিলিগুড়িতে

বাড়ছে আক্রান্তের সংখ্যা, কোভিড হাসপাতাল বাড়ানোর দাবিতে আন্দোলন শিলিগুড়িতে

বাড়ছে আক্রান্তের সংখ্যা, কাজেই শিলিগুড়িতে আরও কোভিড হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে নামল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন

  • Share this:

#শিলিগুড়ি: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কাজেই শিলিগুড়িতে আরও কোভিড হাসপাতাল তৈরির দাবিতে আন্দোলনে নামল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। হাসপাতাল মোড়ে চলে বিক্ষোভ।

শিলিগুড়িতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পুর এলাকাও আক্রান্তগ্রস্থ। পুরসভার ১৮, ২৮ এবং ৪৬ নং ওয়ার্ডে সংক্রমণের গ্রাফ ঊর্ধমুখী। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। উত্তবঙ্গের পাহাড় ও সমতল মিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন  ১৩৪ জন। অর্থাৎ, সুস্থতার হার ৫০ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৮০-৯০ শতাংশ মানুষ সমতলের। রোগীর চাপ বাড়ায় ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি দু'টি কোভিড স্পেশ্যাল  হাসপাতাল তৈরি করা হয়েছে। সমতলের ওপর চাপ কমাতে ত্রিবেনীতে তৈরি হয়েছে আরও একটি কোভিড হাসাপাতাল, খুব শিগগিরই তা চালু হবে।

শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দাবি,  যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে প্রয়োজন আরও কোভিড হাসপাতাল। তাদের দাবি, '' দ্র্রুত চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করতে হবে। শহরের কিছু বেসরকারি হাসপাতাল বিনা অনুমতিতে কোভিড চিকিৎসা করছে যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং সাধারণ  মানুষের পক্ষে তা বহন করা সম্ভব নয়। অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখা উচিৎ।''

Partha Pratim Sarkar

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Siliguri covid hospitals