হোম /খবর /উত্তরবঙ্গ /
১০ জনে পিছিয়ে পড়েও অনবদ্য জয়, শিলিগুড়ি সুপার ডিভিশন লিগ সেরা ওয়াইএমএ

Siliguri: ১০ জনে পিছিয়ে পড়েও অনবদ্য জয়, শিলিগুড়ি সুপার ডিভিশন লিগ সেরা ওয়াইএমএ

জমজমাট ফাইনাল

জমজমাট ফাইনাল

Siliguri: অনবদ্য ফুটবল উপহার দিল। ফাইনালের মতোই ফাইনাল হল শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে।

  • Share this:

#শিলিগুড়ি: দাবীদার ছিল ওই দু'দলই। সেইমতো ফাইনালে পৌঁছল দু'দলই। ফাইনালে দুর্দান্ত খেলে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে চির প্রতিদ্বন্ধী দেশবন্ধু স্পোর্টিংকে হারিয়ে শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগের খেতাব জিতলো ইয়ং মেনস এসোসিয়েশন। ২০১৮-র পর ২০২১! শেষ ২৫ মিনিট ১০ জনে খেলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ইয়ং মেনস এসোসিয়েশন। অনবদ্য ফুটবল উপহার দিল। ফাইনালের মতোই ফাইনাল হল। আক্রমণ, পালটা আক্রমণে জমে উঠেছিল লিগ খেতাবের লড়াই। উত্তেজনায় ভরপুর ছিল গোটা ম্যাচ। তুল্যমূল্য লড়াই হল। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই হল। রেফারিং নিয়ে ক্ষোভ তুলে উত্তেজনা ছড়ায় ইয়ং মেনসের সমর্থকেরা। লাল কার্ড দেখানো নিয়েই উত্তেজনা।

প্রাক্তন ফুটবলাররাও বলছিলেন লাল কার্ড না দেখাতেই পারতেন রেফারি।প্রবীক ঘিসিংয়ের গোলে ২৫ মিনিটেই এগিয়ে যায় ইয়ং মেনস। ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরায় দেশবন্ধুর প্রতীক লামা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোলের জন্যে আক্রমণ, পালটা আক্রমণ শাণায় দুই পক্ষই। তবে দেশবন্ধুর তারক না থাকার ফল হাতেনাতে পেল ক্লাব। অন্য স্ট্রাইকার সনাতনকে কার্যত বোতলবন্দী করে রাখে ইয়ং মেনসের ডিফেণ্ডাররা। লাল কার্ড দেখে এক ফুটবলার মাঠ ছাড়তেই আরো জেদ বাড়িয়ে দেয় ইয়ং মেনসের ফুটবলারেরা। প্রতিপক্ষকে ১০ জনে পেয়ে বাড়তি সুবিধে আদায় করে নেয় দেশবন্ধু।

আরও পড়ুন: একজনের পদত্যাগের দাবিতেই এখনও 'অচল' সংসদ, কেন এতটা মরিয়া বিরোধীরা?

৮৪ মিনিটে দেবাশীষ রাইয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দেশবন্ধু। ম্যাচ হাতের মুঠোয় ধরেই নিয়েছিল দেশবন্ধুর ফুটবলারেরা। ট্রফি নিশ্চিত প্রায় ধরেজ ফেলেছিলেন ক্লাব কর্তারাও। ওইসময় ম্যাচে সমতা ফেরাতে লড়াই চালিয়ে যায় ১০জনের ইয়ং মেনস। ৯০ মিনিটে দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফেরান টূর্ণামেন্টের সেরা ফুটবলার সোনম ভুটিয়া। মাথায় হাত পড়ে যায় দেশবন্ধুর। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তখন ফলাফল ৪-৪। ৫নম্বর শট নিতে যাচ্ছেন ইয়ং মেনসের ফুটবলার।

আরও পড়ুন: কলকাতায় পুর-সন্ত্রাসের অভিযোগ, আদালতে একযোগে BJP-CPIM! সব নজর ২৩-শে

আচমকা প্রতিপক্ষকে চাপে ফেক্তে গোলরক্ষক পরিবর্তন করে দেশবন্ধু। তবুও লাভ হয়নি। অন্যদিকে দেশবন্ধুর শেষ শট ফিরিয়ে দিয়ে সেমিফাইনালের পর ফাইনালেও সেরা ইয়ং মেনসের গোলকীপার। ফাইনালের সেরা ফুটবলার দেশবন্ধুর শুভম সূত্রধর। সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছেন দেশবন্ধুরই দেবাশীষ রাই।

Published by:Suman Biswas
First published:

Tags: Football, Siliguri