#শিলিগুড়ি: দাবীদার ছিল ওই দু'দলই। সেইমতো ফাইনালে পৌঁছল দু'দলই। ফাইনালে দুর্দান্ত খেলে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে চির প্রতিদ্বন্ধী দেশবন্ধু স্পোর্টিংকে হারিয়ে শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগের খেতাব জিতলো ইয়ং মেনস এসোসিয়েশন। ২০১৮-র পর ২০২১! শেষ ২৫ মিনিট ১০ জনে খেলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ইয়ং মেনস এসোসিয়েশন। অনবদ্য ফুটবল উপহার দিল। ফাইনালের মতোই ফাইনাল হল। আক্রমণ, পালটা আক্রমণে জমে উঠেছিল লিগ খেতাবের লড়াই। উত্তেজনায় ভরপুর ছিল গোটা ম্যাচ। তুল্যমূল্য লড়াই হল। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়াই হল। রেফারিং নিয়ে ক্ষোভ তুলে উত্তেজনা ছড়ায় ইয়ং মেনসের সমর্থকেরা। লাল কার্ড দেখানো নিয়েই উত্তেজনা।
প্রাক্তন ফুটবলাররাও বলছিলেন লাল কার্ড না দেখাতেই পারতেন রেফারি।
আরও পড়ুন: একজনের পদত্যাগের দাবিতেই এখনও 'অচল' সংসদ, কেন এতটা মরিয়া বিরোধীরা?
৮৪ মিনিটে দেবাশীষ রাইয়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দেশবন্ধু। ম্যাচ হাতের মুঠোয় ধরেই নিয়েছিল দেশবন্ধুর ফুটবলারেরা। ট্রফি নিশ্চিত প্রায় ধরেজ ফেলেছিলেন ক্লাব কর্তারাও। ওইসময় ম্যাচে সমতা ফেরাতে লড়াই চালিয়ে যায় ১০জনের ইয়ং মেনস। ৯০ মিনিটে দূরপাল্লার শটে ম্যাচে সমতা ফেরান টূর্ণামেন্টের সেরা ফুটবলার সোনম ভুটিয়া। মাথায় হাত পড়ে যায় দেশবন্ধুর। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তখন ফলাফল ৪-৪। ৫নম্বর শট নিতে যাচ্ছেন ইয়ং মেনসের ফুটবলার।
আরও পড়ুন: কলকাতায় পুর-সন্ত্রাসের অভিযোগ, আদালতে একযোগে BJP-CPIM! সব নজর ২৩-শে
আচমকা প্রতিপক্ষকে চাপে ফেক্তে গোলরক্ষক পরিবর্তন করে দেশবন্ধু। তবুও লাভ হয়নি। অন্যদিকে দেশবন্ধুর শেষ শট ফিরিয়ে দিয়ে সেমিফাইনালের পর ফাইনালেও সেরা ইয়ং মেনসের গোলকীপার। ফাইনালের সেরা ফুটবলার দেশবন্ধুর শুভম সূত্রধর। সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছেন দেশবন্ধুরই দেবাশীষ রাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।