#শিলিগুড়ি: উত্তরবঙ্গের চা বাগানে (Tea estate) শক্তি বাড়াতে উদ্যোগী হল শাসক দল (TMC)। রাজ্যে টানা তিনবার ক্ষমতায় এলেও উত্তরের চা বলয়ে ঘাসফুল সেভাবে ফোটেনি। চা বাগানে (Tea estate) বরাবরই তৃণমূলবিরোধী শক্তি এককাট্টা। এবারে সেখানেই হাত বাড়াল তৃণমূল (TMC)। গত বিধানসভা এবং লোকসভা ভোটের নিরিখে চা বাগানে এগিয়ে পদ্ম শিবির। সংগঠনগতভাবে বাম (Left party) এবং কংগ্রেসের শক্তি থাকলেও নির্বাচনে প্রভাব দেখাতে পারেনি। ভোট ভাগাভাগির সুযোগে আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির।
সেই চা বাগানই (Tea estate) এবার টার্গেট তৃণমূলের (TMC)। সেই লক্ষ্য পূরণে বিরোধী শিবিরে ভাঙন ধরানো ছাড়া উপায় নেই। একেই চা বলয়ে তৃণমূলের একাধিক সংগঠন ছিল। সেইসব সরিয়ে এখন থেকে তাদের একটিই সংগঠন থাকবে। তৃণমূল (TMC) চা বাগান (Tea estate) শ্রমিক ইউনিয়ন। এবারে চা বলয়ে শক্তিশালী বাম শ্রমিক ( Left party) সংগঠনে ভাঙন ধরালো তৃণমূল। প্রবীন বাম শ্রমিক নেতা রবীন রাই, শিরিং শেরপারা সদলবলে যোগ দিলেন তৃণমূলে (TMC)।
আরও পড়ুন - Ranji Trophy: সুখবর! স্থগিত থাকা রনজি ট্রফি আয়োজন করছে বোর্ড
শুক্রবারে শিলিগুড়িতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, গৌতম দেব সহ অন্যরা।মন্ত্রী মলয় ঘটক বলেন, উত্তরের চা শ্রমিকদের নিয়ে বরাবরই উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। "চা সুন্দরী" প্রকল্প চালু করেছে। বন্ধ চা বাগানের শ্রমিকদের বিনামূল্যে রেশন সরবরাহ থেকে অন্যান্য সুযোগ সুবিধে দিয়েছে। চা শ্রমিকদের পাশে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যে সুবিধে থেকে বঞ্চিত অসমের চা শ্রমিকেরাও। রবীন রাইরা সংগঠনে যোগ দেওয়ায় শক্তি বাড়লো। একযোগে সকলে কাজ করলে আগামী দিনে চা বাগানে অন্য কোনো সংগঠনের অস্বিত্ব থাকবে না।
আরও পড়ুন - IPL 2022 Mega Auction: আইপিএল ২০২২ মেগা অকশনের আগে হঠাৎ কেন চেন্নাইতে ধোনি, জল্পনা জারি
অন্যদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা হাতে তুলে নেওয়ার পর রবীন রাই বলেন, চা শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন চলবে। নতুন এবং পুরনো সকলে মিলে।ঐক্যবদ্ধভাবে লড়লে চা শ্রমিক আন্দোলনে অন্যদের পর্যুদস্ত করা যাবে। সংগঠনকে মজবুত করাই লক্ষ্য। এদিকে এদিন ফের ইডি তাঁকে তলব করা প্রসঙ্গে অবশ্য মুখে কিছু বলতে রাজী হননি শ্রমমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)৷
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।