#শিলিগুড়ি: অর্কিড (Orchid)। নামটি শুনলেই সুন্দর একখানা ফুলের কথা মনে পরে। পাহাড়ি সুন্দরী এখন শহরেও, তাও একেবারে শিলিগুড়ির (Siliguri) মতো সদাব্যস্ত শহরে। লাল, গোলাপি, বেগুনী, হলুদ, বিভিন্ন ধরনের অর্কিড (Orchid)। সেই অর্কিড ঠিক কী?
পৃথিবীর প্রায় সব এলাকায় এই অর্কিডের দেখা মেলে। উত্তরে মূলত এই ফুলের দেখা মেলে পাহাড়ি এলাকায়। সিকিম, দার্জিলিং, ভুটান ইত্যাদি এলাকায় এই গাছ পাওয়া যায়। তবে তা তাপমাত্রার জন্য নয়। অর্কিড (Orchid) ভালোবাসে মাঝারি ক্লাইমেট (How to grow orchid)। অর্কিডের ধরণ: উত্তরে মূলত দু'ধরণের অর্কিড হয়। একটা টেম্পারেট (temperate) আরেকটা ট্রপিকাল (tropical)। ট্রপিকাল অর্কিড শিলিগুড়িতে হয়। আরও পড়ুন - Ind vs WI: সূর্যকুমার ও ভেঙ্কটেশ জবরদস্ত, ইডেনে তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের স্কোর ১৮৪/৫ তাপমাত্রা: ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দরকার হয়। খোলামেলা জায়গা প্রয়োজন। এছাড়া সরাসরি সূর্যের আলো বা কড়া রোদে না রাখাই ভালো। বড় বড় ফার্মে গ্রিনহাউজের আদলে চাষ (How to grow orchid) করা হয়। যত্ন নিতে কী কী: যদি বেশি মাত্রায় অর্কিড হয় তবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে কুলিং প্যাড, শাওয়ার, স্প্রিংক্লার প্রয়োজন। নারকেলের ছোবা সার হিসেবে কাজ করবে। এছাড়াও মাঝেমধ্যে বরফের টুকরো দিলে গাছের জন্য ভালো হবে। কী কী ভ্যারাইটি: সিমবিডিয়াম (Cymbidium), ডেন্ড্রোবিয়াম (Dendrobium), ভেন্ডা (Venda), ক্যাটালিয়া (Cattleya), মেলাস্টোমা (Melastoma) সহ আর ৩০০ ধরণের অর্কিডের দেখা পাওয়া যাবে উত্তরে। বাড়িতে রাখা যায়?: হ্যাঁ। ইন্ডোর প্ল্যান্ট হিসেবে বাড়িতে রাখা যেতে পারে। যত্ন এবং সঠিক তাপমাত্রায় রাখলে ফলন ভালো হবে। একটু খোলামেলা বাড়ি হলে ভালো। মাটিতেও ফল ভালো হয়। দাম: ৫০-৬০ থেকে শুরু করে ৫০০০-৭০০০ টাকা। ভ্যারাইটি এবং সাইজের (size) উপর নির্ভর করে। আরও পড়ুন -Viral News: নতুন বউকে ওজনদারি কয়েনে ওজন করলেন নতুন শাশুড়ি, ঝড়ের গতিতে ভাইরালফুলের রঙে যেন রঙিন হয়েছে সবটা। এমনই চিত্র ফুলমেলায়। এরই মাঝে আকর্ষন তৈরি করেছে 'অর্কিড'। ফুলমেলায় দেদার বিকোচ্ছে পাহাড়ি এই ফুল এবং ফুলের চারা। শনিবার নিউজ ১৮ লোকাল পৌঁছে গেল ফুলমেলা প্রাঙ্গণে। অর্কিডের কথা শুনলাম আমরা দার্জিলিং গার্ডেনসের কাছে। রঙিন এই অর্কিড নজর কাড়ছে সকলের।
দাম বেশি হলেও সাধারণ মানুষের শৌখিনতার কাছে হার মানে এই ফুল। আমরা নিউজ ১৮ লোকাল আজ কথা বললাম শিলিগুড়ি শহরের পুরোনো ও বাইরের রাজ্য তথা দেশে অর্কিডের সরবরাহকারী দার্জিলিং গার্ডেনস এর সঙ্গে। এরই সঙ্গে দেখুন সেই 'মনমাতানো' অর্কিডের বাহার৷
Vaskar Chakraborty
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri, Siliguri News