#শিলিগুড়ি : রাত পোহালেই রাজ্যের চার পুরসভায় ভোট। ভোট শিলিগুড়ি পুরসভারও (Siliguri Municipal Election)। নির্বিঘ্নে ভোটপর্ব (West Bengal Municipal Election) মেটাতে তৈরি পুলিশ ও প্রশাসন। বিরোধীদের আধাসেনা মোতায়েন করে ভোট করানোর দাবিতে সায় দেয়নি রাজ্য নির্বাচন কমিশন (Elecion Commission)। রাজ্য পুলিশেই আস্থা রেখেছে কমিশন। তাই শিলিগুড়িতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ পুলিশ ও প্রশাসনের।
আরও পড়ুন: শিলিগুড়ির বিক্ষুব্ধ-বহিষ্কৃত 'নির্দল' প্রার্থীরাই তৃণমূলের কাঁটা? কী বলছে রাজনৈতিক সমীকরণ?
শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে (Siliguri Municipal Election) রয়েছে ৫০২টি বুথ। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৯। যার মধ্যে ১৬টিই রয়েছে ৪৬ নং ওয়ার্ডে। পুরসভার ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৩১, ৩২, ৩৪, ৩৫, ৪৯, ৪২, ৪৪ সহ আরো কয়েকটি ওয়ার্ডেও স্পর্শকাতর বুথ রয়েছে। সেদিকে বাড়তি নজর রাখছে পুলিশ। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতোই পুলিশি ব্যবস্থা করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার গৌরব শর্মা।
থাকছে প্রায় ২৩০০ জন পুলিশ কর্মী। এর মধ্যে পুলিশ কমিশনারেটের নিজস্ব ফোর্স তো থাকছেই, লাগোয়া অন্য জেলা থেকে এসেছে অতিরিক্ত ফোর্স। প্রতিটি বুথেই (West Bengal Municipal Election) থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। তৈরি থাকছে ক্যুইক রেসপন্স টিম। মোবাইল ভ্যান, স্পেশাল অপারেশন গ্রুপ। শহরজুড়ে চলছে নাকা তল্লাশিও। অন্য জেলা থেকেও এসেছে অতিরিক্ত বাহিনী।
আজ শিলিগুড়ি কলেজে ডিসিআরসিতে পরিদর্শনে আসেন মহকুমা শাসক শ্রীনিবাস ভেঙ্কট রাও পাটিল। পরিদর্শন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মাও।মেডিক্যাল টিমও থাকছে। প্রয়োজনে ছুটে যাবেন সংশ্লিষ্ট বুথে। কোভিড আক্রান্ত ভোটারেরা (Siliguri Municipal Election) ভোট দিতে পারবেন। থাকছে বিশেষ ব্যবস্থা। বিকেল ৪ টার পরে ভোট দিতে পারবেন তারা। পিপিই কিট পরে আসতে হবে বুথে (West Bengal Municipal Election)। অ্যাম্বুলেন্স করে বাড়ি থেকে নিয়ে আসা হবে কোভিড আক্রান্ত ভোটারদের।
ভোটের গণনার দিনে মহিলা কর্মীরা থাকছেন। কিন্তু এবারে ভোট গ্রহণের কাজে মহিলা কর্মী থাকছে না। এবারে মোট ভোট (Siliguri Municipal Election) কর্মী ২৮০৬ জন। মোট ৭০ টি টিম কাজ করছে, স্ট্রং রুমের বারোটি টিম, কন্ট্রোল রুমে পাঁচটি, পিপি সেলে পাঁচটি, আই কার্ড সেল ২ টি, মোটর ভেহিকেলসে কুড়িটি, মেটারিয়াল সেল ৩০, মার্ক কপি সেল ৫টি টিম থাকছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।