• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • ধর্মঘট ঘিরে অশান্তি শিলিগুড়িতে, গ্রেফতার মেয়র অশোক ভট্টাচার্য

ধর্মঘট ঘিরে অশান্তি শিলিগুড়িতে, গ্রেফতার মেয়র অশোক ভট্টাচার্য

সকাল থেকে স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল শিলিগুড়ির জনজীবন ৷

সকাল থেকে স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল শিলিগুড়ির জনজীবন ৷

সকাল থেকে স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল শিলিগুড়ির জনজীবন ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #শিলিগুড়ি: সকাল থেকে স্বাভাবিক ছন্দেই এগোচ্ছিল শিলিগুড়ির জনজীবন ৷ কিন্তু হঠাৎই সেই ছন্দের তাল ভেঙে শুরু হল অশান্তি ৷ শিলিগুড়ির সিপিআইএম কার্যালয়ের সামনে ধর্মঘট ঘিরে হঠাৎই শুরু হল অশান্তি ৷ আর এই অশান্তির জেরে গ্রেফতার হলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ গ্রেফতার জিবেশ সরকার ৷

  বনধ রাজনীতি আর নয়, এই ভাবনাকে সামনে রেখেই গোটা রাজ্যে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি৷ পুলিশের কড়া নিরাপত্তায় শুক্রবারের ধর্মঘট ব্যর্থই ৷ তবে বেলা বাড়তেই শহর ও রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে ৷

  শুক্রবার সকাল ১০টা নাগাদ, শিলিগুড়ির সিপিআইএম-এর কার্যালয়ের সামনে ধর্মঘটের সমর্থনে এক মিছিল বের হয় ৷ আর সেই মিছিল নিয়েই অশান্তি ও গন্ডোগোল শুরু হয় ৷ অশান্তি আটকাতে তৎপর হয়ে ওঠে পুলিশ ৷ পুলিশদের সঙ্গে বচসা ও রীতিমতো হাতাহাতিতে নেমে আসেন ধর্মঘট সমর্থকরা ৷ অশান্তির জেরে গ্রেফতার করা হয় শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে ৷ গ্রেফতার আরও কয়েকজন দলীয় সমর্থককে ৷

  তবে শুক্রবারের বনধে বিক্ষিপ্ত অশান্তিরও দেখা মিলল ৷ কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর চালালেন বনধ সমর্থকরা ৷ পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবস্থা স্বাভাবিক হয় ৷ অন্যদিকে মধ্যমগ্রামের চৌমাথায় বনধকে কেন্দ্র করে বচসা শুরু হল স্থানীয় বাম ও তৃণমূল কর্মীদের মধ্যে ৷ তবে পুলিশের কড়া নজরে সে অশান্তির জল বেশি দূর এগোল না ৷

  First published: