হোম /খবর /শিলিগুড়ি /
বন্ধুর গলায় ব্লেড চালিয়ে হামলার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে! তদন্তে পুলিশ

Bangla News|| বন্ধুর গলায় ব্লেড চালিয়ে হামলার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে! তদন্তে পুলিশ

Siliguri crime news : বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি ,তাতেই এক বন্ধু অপর বন্ধুর গলায় ব্লেড চালিয়ে হামলার অভিযোগ। তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

  • Share this:

শিলিগুড়ি: চলছিল আড্ডা। কিন্তু হঠাৎই দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি, আক্রোশ মেটাতে সেসময় এক কিশোরের গলায় আচমকাই ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তারই বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় জখম কিশোরকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে সঠিক কি কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

এ দিকে থানা সূত্রে খবর, এ দিন বিকেল অবধি এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পরিবার সূত্রে খবর, জখম ওই যুবকের নাম বিশ্বজিৎ বর্মন। আশিঘর ফাঁড়ি অন্তর্গত হাতিয়াডাঙ্গার বাসিন্দা বিশ্বজিৎ।

আরও পড়ুনঃ সুন্দরী সাংসদের মুখে এ কী মন্তব্য! বৈঠকে এমন বেফাঁস কথা বলে ফেললেন নুসরত, তুঙ্গে বিতর্ক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে পাড়ার বন্ধুদের সঙ্গে পূর্ব ফকদই বাড়ি এলাকায় আড্ডা দিচ্ছিলেন বিশ্বজিৎ। সেই সময় আচমকাই তার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, তার গলায় ব্লেড দিয়ে আঘাত করা হয়। ঘটনায় গুরুতর জখম হয় বিশ্বজিৎ। দ্রুত তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় প্রাথমিক চিকিৎসা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। জখম কিশোরের মা সারথী বর্মন জানিয়েছে, “বন্ধু বান্ধব মিলে পূর্ব ফকদই বাড়ি এলাকায় আড্ডা দিচ্ছিল সেই সময়ই হঠাৎ করে কোন বিষয় নিয়ে ঝামেলা বাঁধে এবং তারপরেই ওর বন্ধুরা এসে গলায় ব্লেড চালিয়ে দেয়।” তবে আদতে কি ঘটেছিল তা অবশ্য জানা নেই।

অনির্বাণ রায়

Published by:Shubhagata Dey
First published:

Tags: Siliguri