corona virus btn
corona virus btn
Loading

জ্বর নেই, নেই অন্য উপসর্গও, ভাল আছেন অশোক ভট্টাচার্য! শিলিগুড়িতে ফের চার আক্রান্তের মৃত্যু!

জ্বর নেই, নেই অন্য উপসর্গও, ভাল আছেন অশোক ভট্টাচার্য! শিলিগুড়িতে ফের চার আক্রান্তের মৃত্যু!

রেকর্ড সংখ্যক আক্রান্ত শিলিগুড়ি মহকুমায়।

  • Share this:

#শিলিগুড়ি: বুধবার ফের চার করোনা আক্রান্তের মৃত্যু শিলিগুড়িতে! এর মধ্যে একজন উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার বাসিন্দা। মৃত ৩৬ বছর বয়সী যুবক গত ১৫ জুন ভর্তি হয়েছিলেন শিলিগুড়ির কাওয়াখালির কোভিড স্পেশাল হাসপাতালে। বাকি তিন জনের মধ্যে ২ জন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দা। আজ পুরসভার ৮ নং ওয়ার্ডের এক মহিলা আক্রান্তের মৃত্যু হয়েছে। অন্যজন আক্রান্তের গ্রাফে শীর্ষে থাকা ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

এই ওয়ার্ডেই মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত সব চাইতে বেশি । ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্তও আক্রান্ত। প্রধান নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বাকি একজন শহর লাগোয়া সাহুডাঙির বাসিন্দা। অন্যদিকে ভালো আছেন পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্যও। জ্বর নেই। অক্সিজেন নেওয়ার পরিমাণও কমেছে। গতকাল থেকেই বাইপ্যাপ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া বন্ধ করা হয়। অন্য কোনও উপসর্গও আপাতত নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

গতকাল যদিও তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকেরা প্রতিনিয়ত মনিটরিং করছেন। আজ রাতে বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। রেকর্ড সংখ্যক আক্রান্ত শিলিগুড়ি মহকুমায়। সব মিলিয়ে গত ২৪ ঘন্টায় মহকুমায় আক্রান্ত ৩৯ জন! এর মধ্যে পুর এলাকাতেই আক্রান্ত ৩২! বাকিদের মধ্যে মাটিগাড়ার ৬ ও নকশালবাড়ির ১ ৷ অর্থাৎ কিনা কোনও ভাবেই গ্রাফ নামছে না।  আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ায় বাড়ছে উদ্বেগ। কোথা থেকে ছড়াচ্ছে তারই উৎসের সন্ধানে স্বাস্থ্য দপ্তরের আধিকারীকেরা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভিন রাজ্য বা ভিন জেলা ফেরত-রাই শুধু আক্রান্ত হচ্ছেন, তেমনটা নয়। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়েও যথেষ্ট চিন্তায় প্রশাসন।

Published by: Akash Misra
First published: June 24, 2020, 11:34 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर