• Home
  • »
  • News
  • »
  • north-bengal
  • »
  • নিয়ম ভাঙার খেলায় না মাতলেই বাড়বে সংক্রমণ বলছেন বিশেষজ্ঞরা

নিয়ম ভাঙার খেলায় না মাতলেই বাড়বে সংক্রমণ বলছেন বিশেষজ্ঞরা

ফের গ্রাফ নামলো শিলিগুড়িতে। তবে তা বিশেষ উল্লেখের নয়।

ফের গ্রাফ নামলো শিলিগুড়িতে। তবে তা বিশেষ উল্লেখের নয়।

ফের গ্রাফ নামলো শিলিগুড়িতে। তবে তা বিশেষ উল্লেখের নয়।

  • Share this:

#শিলিগুড়ি: ফের গ্রাফ নামলো শিলিগুড়িতে। তবে তা বিশেষ উল্লেখের নয়। গ্রামীন এলাকাতেও কমেছে সংক্রমণের সংখ্যা। পুরসভা এলাকায় গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা অর্ধেক। তবে এখোনো বলার মতো অবস্থায় পৌঁছয়নি শহর। নিয়ম মেনে চলাই এখন একমাত্র পথ। নইলে ওঠা নামা করবে সংক্রমণ। আজ বাড়বে তো কাল নামবে। আবার পরশু বাড়বে আক্রান্তের সংখ্যা। মাঝে টানা তিন দিন যেভাবে নেমেছিল আক্রান্তের গ্রাফ, তা কিছুটা স্বস্তি এনে দিয়েছিল শহরে। আর তার জেরেই দু'দিন ধরে ভিড় বেড়েছে রাস্তায়। ভিড় বাড়ার অর্থই নিয়ম ভাঙার খেলা। সোশ্যাল ডিস্টেনশিং উধাও! কি বাজার, বা মার্কেট সর্বত্রই শেষ ২ দিন দেখা গিয়েছে ভিড়ের ছবি। জন সমাগম এড়িয়ে না চললেই যে বিপদ।

মার্চের শেষ সপ্তাহ থেকে এই বার্তাই দিয়ে আসছে স্বাস্থ্য দপ্তর। মোবাইলের কলার টিউনেও একই সুর বেজে উঠছে। তারপরও কেন উদাসীনতা শহরবাসীর? সজাগ ও সচেতন না হলেই বাড়বে সংক্রমণ। স্বাস্থ্য বিধি মানার বালাই দেখা যাচ্ছে না শহরে। এটাই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কেননা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আবহ। এখোনো টিকা বের হয়নি। বের হলেও দেশে কবে এসে পৌঁছবে তা পরিস্কার নয়। চেষ্টা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। এদিকে গত ২৪ ঘন্টায় শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড এবং দার্জিলিংয়ের পাহাড় ও সমতলের গ্রামীন এলাকা মিলিয়ে নতুন করে আক্রান্ত ৬১ জন। এর মধ্যে পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ৩৫ জন। গতকাল যেখানে সংখ্যাটা ছিল ৬৭! গ্রামীন এলাকায় আক্রান্তের সংখ্যা ১৭। এর মধ্যে নকশালবাড়িতে ৮, মাটিগাড়ায় ৫, খড়িবাড়িতে ৩ এবং ফাঁসিদেওয়ায় নতুন করে আক্রান্ত ১। পাহাড়ে ৯। এর মধ্যে সুকনাতেই নতুন করে আক্রান্ত ৭! ১ জন করে আক্রান্ত কার্শিয়ং পুরসভা এবং পুলবাজারে। শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ২ জনের। এক জনের বাড়ি নকশালবাড়িতে। অন্যজন পুরসভার বাসিন্দা। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫০ জন। যা স্বস্তিদায়কই বটে।
Published by:Akash Misra
First published: