Home /News /north-bengal /
Siliguri: স্কুল খোলার নির্দেশ জারি হতেই ধূপগুড়িতে বিভিন্ন দাবিতে আন্দোলন আইসিডিএস কর্মীদের

Siliguri: স্কুল খোলার নির্দেশ জারি হতেই ধূপগুড়িতে বিভিন্ন দাবিতে আন্দোলন আইসিডিএস কর্মীদের

স্কুল খোলার নির্দেশের পরই বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল আইসিডিএস কর্মীরা

 • Share this:

  #শিলিগুড়ি: স্কুল খোলার নির্দেশের পরই বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল আইসিডিএস কর্মীরা। বকেয়া বিল এবং আইসিডিএস সেন্টারের বেহাল অবস্থা-সহ একাধিক দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন তারা। দুপুর থেকেই সিডিপিও-র দফতরের সামনে চলছে অবস্থান-বিক্ষোভ। করোনা অতিমারির কারণে টানা দু'বছর ধরে বন্ধ রয়েছে আইসিডিএস সেন্টারগুলি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং রানাঘাট ব্লকে  প্রায় ৮৪৮-টি আইসিডিএস সেন্টার রয়েছে। যার মধ্যে অধিকাংশ সেন্টারে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ দফতর, কারণ বকেয়া রয়েছে অনেক বিল, এমনকী অনেক সেন্টারে পানীয় জলের কল নষ্ট হয়ে যাওয়ায় জলের অভাব তৈরি হয়েছে, আর তার মধ্যে নতুন করে নির্দেশিকা সেন্টার খোলার  ফলে রীতিমতো ক্ষুব্ধ কর্মীরা।

  দ্রুত বকেয়া বিল প্রদান, সেন্টাগুলিতে বৈদ্যুতিন সংযোগ, সহায়িকা নিয়োগ, নিজের এলাকায় নিয়োগপত্র বা বদলি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার স্মারকলিপি প্রদান করতে আসে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ধূপগুড়ি শাখার কর্মীরা । এদিন দুপুরে ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে সংগঠনের ধূপগুড়ি শাখার কয়েকশো আইসিডিএস কর্মী মিছিল করে সিডিপিও অফিসে যান । তবে সিডিপিও দুয়ারে সরকার কর্মসূচিতে বাইরে থাকায় অতিরিক্ত সিডিপিওকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা।

  তাঁদের দাবি, গত তিন মাসে আলুর বিল দেওয়া হয়নি, এদিকে সেন্টার খুলছে! সেক্ষেত্রে কীভাবে ছাত্র ছাত্রীদের রান্না করে খাওয়ানো হবে? এছাড়াও তাঁদের দাবি, কোভিড সময়ে সামনে থেকে কাজ করেও তাদের সাম্মানিক বাড়ানো হয়নি, তাই সাম্মানিক বাড়াতে হবে, পেনশন পাঁচ হাজার টাকা করতে হবে। তাদের আরও দাবি, কেন্দ্রীয় বাজেটে তাঁদের জন্য কিছুই বলা হয়নি। তাই রাজ্য বাজেটের আগে তাঁরা আন্দোলনে নেমেছেন।

  অপর্ণা বসু দত্ত নামে বিক্ষোভকারী আইসিডিএস কর্মী জানান, '' আমাদের বকেয়া বিল অবিলম্বে প্রদান করতে হবে। বকেয়া বিল না দেওয়ার ফলে আমরা সমস্যায় পড়েছি! অন্যদিকে নতুন করে আবার সেন্টার খোলার নির্দেশ হয়েছে, আবার অনেক বিল জমে যাবে।  বহু আইসিডিএস সেন্টার রয়েছে যেখানে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে বিদ্যুৎ দফতর। এমনকী, অনেক জায়গায় পানীয় জলের সুব্যবস্থাও নেই, দু'বছর ধরে সেন্টারগুলো বন্ধ থাকায় বেহাল অবস্থা তৈরি হয়েছে! ''

  SEKH ROCKY CHOWDHURY

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Siliguri

  পরবর্তী খবর